ক্রিকফ্রেঞ্জি লাইভ

আসছে সাকিবের বায়োপিক

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:50 শনিবার, 20 মার্চ, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ক্রিকেটারদের বায়োপিক নতুন কিছু নয়। উপমহাদেশের ক্রিকেটারদের মধ্যে মহেন্দ্র সিং ধোনি, শচিন টেন্ডুলকার, কপিল দেব এবং আজহারউদ্দিনদের বায়োপিক তৈরি হয়েছে।

যদিও বাংলাদেশের কোনো ক্রিকেটারের বায়োপিক এখনও তৈরি হয়নি। এর যাত্রা শুরু হচ্ছে সাকিব আল হাসানের হাত ধরেই। শনিবার ক্রিকফ্রেঞ্জির লাইভে নিজের বায়োপিকের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার।

যদিও করোনার কারণে এর কার্যক্রম স্থগিত হয়ে আছে বলে জানিয়েছেন সাকিব। পরিস্থিতি স্বাভাবিক হলে এই ব্যাপারে অগ্রগতি হবে বলে আশাবাদী এই অলরাউন্ডার।

তিনি বলেছেন, 'কথা বেশ অনেক দূরেই এগিয়ে গিয়েছিল। কিন্তু করোনার কারণে সবকিছু ঝুলে আছে। তবে এটার একটি ভালো অবস্থান তৈরি হয়ে গিয়েছিল। গল্প প্রায় তৈরি করা হয়ে গিয়েছিল।'

'সম্ভবত সব ঠিক থাকলে কাজও শুরু হয়ে যেত। কিন্তু করোনার জন্য সবকিছুই বন্ধ হয়ে গেছে। তবে আশা করি পরিস্থিতি ঠিক হলে সেই জায়গা থেকে আবার শুরু করা যাবে। যদিও এটা করতে কিছুটা সময় লাগবে।'