ঢাকা প্রিমিয়ার লিগ

প্রিমিয়ার লিগে কমতে পারে তামিম-মুশফিকদের পারিশ্রমিক!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:49 মঙ্গলবার, 09 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নব্বই দশক থেকে ডিপিএলের ক্লাবগুলোর মধ্যে ভারসাম্যের প্রয়োজনে খেলোয়াড়দের পুল এবং কোটা ছিল নির্ধারিত। তবে ক্রিকেটারদের আন্দোলনের মুখে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) গেল আসরে উন্মুক্ত পদ্ধতির দলবদলের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে নিজেদের পছন্দ মতো ক্রিকেটারকে দলে নিয়েছিল দলগুলো।

টুর্নামেন্ট শুরু হলেও শেষ পর্যন্ত করোনার কারণে এক রাউন্ড শেষেই ডিপিএল স্থগিত করেছিল বিসিবি। করোনার কারণে এখনও টুর্নামেন্টটি মাঠে না গড়ালেও চলতি বছরের মে-জুনে শুরু হতে পারে। মহামারীর কারণে সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রন্ত হওয়া কমতে পারে ক্রিকেটারদের পারিশ্রমক। এটি নিশ্চিত না হলেও বেশ কিছু ক্রিকেটারের কাছে থেকে পারিশ্রমিক কমিয়ে খেলা শুরুর প্রস্তাব পেয়েছেন বলেন জানিয়েছেন সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম।

এ প্রসঙ্গে গণমাধ্যমে ইনাম বলেন, ‘বিষয়টা নিয়ে ক্লাবের সঙ্গে কথা বলতে হবে। এছাড়া ক্রিকেটারদের প্রতিনিধি সংগঠন কোয়াব আছে, তাঁদের সঙ্গেও কথা বলতে হবে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে ক্রিকেটাররা যেন পর্যাপ্ত যত্ন পায়। এর আগে ক্রিকেটাররাও আমাকে বলেছিল যে, যেভাবে হোক একটা টুর্নামেন্ট যেন আমরা আয়োজন করি।’

তিনি আরও বলেন, ‘এজন্যে যদি পারিশ্রমিক বিবেচনা করতে হয় বা কাটতে হয় তাও আমরা (ক্রিকেটাররা) করতে রাজি। তবে আমার মনে হয় যে, এই বিষয়টি নিয়ে আগে ক্লাব, কোয়াব- দুই পক্ষের সঙ্গেই কথা বলে তখন আমরা সিদ্ধান্ত নেব যে ওরকম কোন সমন্বয় দরকার আছে কি না।’

প্লেয়ার বাই চয়েজের মাধ্যমে দলবদল না হওয়ায় এটি ক্রিকেটার ও ক্লাবের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি। ইনাম বলেন, ‘এই ব্যাপারে ক্লাবগুলোর সঙ্গে কথা বলে আমি নিশ্চিতভাবে জানাতে পারবো। আমাদের যে অরিজিলান চুক্তি ছিল আমরা সেগুলোর বেশিরভাগই সম্পন্ন করেছি। কিন্তু এবার কিন্তু প্লেয়ার বাই চয়েজ ছিলো না। ক্রিকেটারদের অনুরোধের কারণেই এবার ক্লাবগুলোর সঙ্গে সরাসরি চুক্তি করে ক্রিকেটাররা। তাই এই আলোচনা অধিকাংশই নির্ভর করবে ক্লাব এবং খেলোয়ারদের উপরে।’