ঢাকা প্রিমিয়ার লিগ

মে-জুনে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রিমিয়ার লিগ!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:54 মঙ্গলবার, 09 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাকালীন ঘরের মাঠে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে দুইটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টও আয়োজন করেছে তারা। তবে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও এখনও জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ফেরাতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড।

গেল বছর মাত্র একটি রাউন্ড শেষে স্থগিত হওয়া ডিপিএল আবারও চালু করার চেষ্টায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ও বিসিবি। বর্তমানে ফাঁকা উইন্ডো না থাকলেও মে-জুনে টুর্নামেন্টটি আয়োজন করতে চায় তারা। সেই সঙ্গে টুর্নামেন্টের ফরম্যাট বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও আয়োজন করতে বদ্ধ পরিকর সিসিডিএম। মঙ্গলবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম।

এ প্রসঙ্গে ইনাম বলেন, ‘আমাদের পরবর্তী ২-৩ বছরের ক্রিকেট ক্যালেন্ডার করা হচ্ছে যেটা বোর্ডের সিইও আপনাদেরকে জানিয়েছে। সেই আলোকে সেটা তো হচ্ছে দীর্ঘমেয়াদী। আমরা চাচ্ছি এই গত বছরের লিগটাকে আমরা কিভাবে শুরু করতে পারি এবং এখানে একটা প্রধান সমস্যা দেখা গিয়েছিল স্বাস্থ্য ঝুঁকি, একটা হচ্ছে আমরা খেলোয়াড়দের জন্য করতে চাই আবার আরেকটা হচ্ছে যে তিন বছর পর অলমোস্ট ঢাকা প্রিমিয়ার লিগে আবার সকল জাতীয় দলের খেলোয়াড়েরা খেলছে। জাতীয় দলের খেলোয়াড়েরা যারা খেলছে তাদের কিন্তু এখন আবার আন্তর্জাতিক কমিটমেন্টে তারা আছে। তাদেরকে বাদ দিয়েও কিন্তু টুর্নামেন্টটা করা কঠিন। তাদেরকে বাদ দিলে এমনও ১-২ টা দল আছে যাদের একাদশই হবে না।’

তিনি আরও বলেন, ‘তাহলে সে কি অন্য দল থেকে খেলোয়াড় নেবে? টুর্নামেন্টের মাঝখানে তো আমরা দল বদল করতে পারছি না। সবকিছু বিবেচনা করে আমরা একটা বা দুইটা উইন্ডো বের করার চেষ্টা করছি। দুর্ভাগ্যক্রমে মে-জুন মাসের আগে আমরা সেটা করতে পারছি না। যেহেতু আমরা জানি আন্তর্জাতিক ক্যালেন্ডারে আমাদের কি আছে। মে-জুন মাসে আমরা যদি নূন্যতম একটা উইন্ডো বের করতে পারি ২৫-৩০ দিনের চেষ্টা করছি। সেটা এখনও দেখছি, সেটা দেখে আমরা দ্রুতই ক্লাবদের সঙ্গে বসব এবং আলাপ করব। আমারা খেলোয়াড়দের কথা চিন্তা করে যেভাবে হোক আমরা টুর্নামেন্টটা আয়োজন করতে চাই। এমনও যদি দরকার হয় ফরম্যাট বদলে আলাদা ফরম্যাটে করতে হয়। যেখানে আমাদের প্রিমিয়ার লিগ ওয়ানডে টুর্নামেন্ট, যদি টি-টোয়েন্টিও করতে হয় তাহলে ক্লাবদের সঙ্গে আলাপ করে দেখব।’

করোনাকালীন তিন দলের একটি ওয়ানডে টুর্নামেন্ট ও ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি। এসব টুর্নামেন্ট অনায়াসে আয়োজন করা সম্ভব হলেও প্রিমিয়ার লিগ আয়োজন করা কঠিন বলে মনে করেন ইনাম। কারণ সেই টুর্নামেন্টগুলোতে দলের সংখ্যা কম ছিল আর প্রিমিয়ার লিগের দল ১২টি। তবে ক্রিকেটারদের রুটি রুজির কথা ভেবে টুর্নামেন্ট চালু করবে তারা। এ ছাড়া টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত সবাইকে করোনা প্রতিষেধক দিতে চায় সিসিডিএম।

ইনাম বলেন, ‘বোর্ডের একটা জিনিস ছিল আমরা কিভাবে খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং যারা মাঠে সম্পৃক্ত থাকে তাঁদের সেফটি মেইনটেইন করতে পারি। সেখানে আমরা প্রথমে তিনটি দলের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করছি, ৫টি দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট করেছি। প্রিমিয়ার লিগে এটা করা একটু কঠিন কারণ প্রিমিয়ার লিগে ১২টা দল। আমাদের এখানে কয়েকটা বিষয়, কয়েকটা চিন্তার বিষয় ছিল। একটা হচ্ছে ১২টা দল, হার্ড ওয়ার্ক ওয়ে। যেহেতু এখন ভ্যাকসিন এসেছে, আমাদের কিন্তু এনএসি থেকেও সাহায্য করা হচ্ছে । আমরা আশা করছি খেলোয়াড়দের ভ্যাক্সিনেশনটাও আমরা করতে পারব এটা একটা জিনিস।

‘আমাদের প্রধান যেটা চিন্তার বিষয়, বোর্ডের সভাপতি, সিসিডএম চেয়ারম্যান সবার সঙ্গে বারবার কথা বলেছি তারাও এটা নিয়ে ভাবছে। খেলোয়াড়দেরও কিন্তু এটা রুটি রুজির মেইন জায়গা। যেখানে খেলোয়াড়দের মেইন রুজির জায়গা এবং আমরা মাত্র একটা ম্যাচ করে বন্ধ করে দিয়েছি। তো আমরা ভাবছি যেকোনোভাবে টুর্নামেন্টটা আবারও চালু করি আর খেলোয়াড়দের পেমেন্টটা ক্লাবের কাছে থেকে নিতে পারি। তো সেই কারণে আমাদের ইন্টারনাল মিটিং হয়েছিল, গত সপ্তাহে আমাদের আরও একটা মিটিং হয়েছিল বোর্ডের আরও কয়েকজন ডিরেক্টর ছিল।’