নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা ১৪ দিন পরেই মুক্তি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:01 শনিবার, 06 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গত ২৩ ফেব্রুয়ারি ৩ ম্যাচ ওয়ানডে এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছিল বাংলাদেশ দল। সেখানে পৌঁছানোর পর তাঁদের সবাইকে থাকতে হচ্ছে কোয়ারেন্টাইনে। প্রথম ৭ দিন একা এক রুমে বন্দি থাকলেও এখন ক্রিকেটাররা গুচ্ছ অনুশীলনের সুযোগ পাচ্ছেন।

তবুও তাঁদের পালন করতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইন। তারপরেই ক্রিকেটাররা অবাধে চলা-ফেরা করতে পারবেন। কিন্তু এর আগে ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে থেকে বিসিবি প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ও সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেছিল।

যেখানে তারা বাইরের পরিবেশ থেকে ছিলেন একদম বিচ্ছিন্ন। কিন্তু নিউজিল্যান্ডে ১৪ দিন কোয়ারেন্টাইন পালন করার পর অবাধে চলা ফেরা করতে পারবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। এটাকেই বড় সুবিধা মানছেন বাংলাদেশ দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন।

এ ভিডিও বার্তায় তিনি বলেন, 'প্রথম কয়েকদিন কঠিন ছিল। প্রথম দুই তিন দিন আমাদের বুঝতে সময় লেগেছে। এটা সম্পূর্ণ ভিন্ন রকম এক অভিজ্ঞতা সবার জন্যই বেশ কঠিন ছিল। তারপরে চার পাঁচ দিন পরে তো আমরা বাইরে বের হতে পারছিলাম সবার সাথে একটু হলেও দেখা হচ্ছিল। এখন অনুশীলনের সুযোগ পাচ্ছি।'

তিনি আরও বলেন, 'এর আগে যে সিরিজ খেলেছি এক মাসের বেশি আমাদের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে। এই সময়টা কিন্তু আমরা কোথাও যেতে পারি না। পরিবারের কেউ আসতে পারে না। তো সেটা বরং কঠিন। এখানে অনেক বড় একটা সুবিধা এই ১৪ দিন পরেই কিন্তু আমরা মুক্ত।'

নিউজিল্যান্ডে ১৪ দিন কষ্ট হলেও পরে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারাটা ক্রিকেটাররা খুব উপভোগ করবেন বলেও মনে করেন সুমন। তাই নিউজিল্যান্ডের কঠোর কোয়ারেন্টাইন বিধি-নিষেধ তারা খুব ইতিবাচকভাবে নিয়েছেন।

এ প্রসঙ্গে বাশার আরো বলেন, 'স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারব যে কোন জায়গায় যেতে পারব এবং খেলার বাইরে সময়টা খুব ভালোভাবে উপভোগ করতে পারবো। এটা কিন্তু এক দিকে ভালো যে, আপনি ১৪ দিন কষ্ট করছেন তারপর কিন্তু আপনাকে আর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে না। ছেলেরা এটা সবাই বুঝতে পেরেছে এবং সবাই এটাকে খুব ইতিবাচকভাবে নিয়েছে।'