হিরোগিরি বাদ দাও, হাফ সেঞ্চুরিটা করো!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:15 বৃহস্পতিবার, 28 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় জশুয়া ডি সিলভার। সুযোগ পেয়ে দলকে বড় কিছু দিতে পারেননি এই ব্যাটসম্যান। সিরিজের প্রথম দুই ম্যাচে করেছেন মাত্র ১৪ রান। তাই তৃতীয় ওয়ানডেতে বেঞ্চে বসতে হয় তাকে। তবে টেস্ট সিরিজের আগে নিজেকে ফিরে পেতে মরিয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ওয়ানডে অভিষেকের আগে নিউজিল্যান্ডে টেস্ট ক্যাপ পেয়েছিলেন জশুয়া। অভিষেক ম্যাচেই হাঁকিয়েছিলেন হাফ সেঞ্চুরি। এরই সুবাদে রয়ে গেছেন বাংলাদেশ সফরের দলেও। চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টেও জশুয়া খেলবেন তা নিশ্চিত। তবে এর আগে এখানকার কন্ডিশন এবং উইকেট বুঝতে চেষ্টা করছেন তিনি।

ওয়ানডে সিরিজের আগেও অনুশীলন লম্বা সময় ঘাম ঝড়াতে দেখা গেছে জশুয়াকে। টেস্ট শুরুর আগেও চিত্রটা বদলায়নি। রানে ফিরতে শরণাপন্ন হচ্ছেন ব্যাটিং কোচ মন্টি দেসাইয়ের। যিনি উপমহাদেশের সম্পর্কে ভালো ধারণা রাখেন। 

ক্রিকইনফোকে জশুয়া বলেন, 'অবশ্য বাংলাদেশে খেলা আমার জন্য নতুন একটা চ্যালেঞ্জ। তবে এর জন্য আমি মুখিয়ে আছি। নেটে লম্বা সময় পার করছি। এখানকার উইকেট একটু ধীরগতির এবং স্পিনবান্ধব। এর বেশি কিছু না

'ম্যাচের আগে তাই চেষ্টা করছি নেটে বেশি সময় পার করার। এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা নেয়ার। ব্যাটিং কোচের সঙ্গেও নিয়মিত কথা হচ্ছে এসব নিয়ে। কারণ তিনি উপমহাদেশ সম্পর্কে ভালো ধারণা রাখেন। আশা করি মাঠে এগুলো কাজে আসবে।'

নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট অভিষেকেই হাফ সেঞ্চুরি পেয়েছিলেন জশুয়া। তবে ব্যক্তিগত ৪৯ রানে ট্রেন্ট বোল্টের ওভারে প্রথম বলে স্কোয়ার লেগে সিঙ্গেল নেয়ার সুযোগ থাকলেও তা নেননি এই ব্যাটসম্যান।

কারণ ওপরপ্রান্তে ছিলেন ১০ নম্বরে নামা শামার হোল্ডার। সে সময় ফল-অন এড়াতে ক্যারিবীয়দের প্রয়োজন ছিল ৩৬ রানের। হাতে ছিল মাত্র দুটি উইকেট। এই অবস্থাতে ব্যক্তিগত মাইলফকের চেয়ে দলকেই প্রাধান্য দিয়েছিলেন জশুয়া।

সে সময় স্লিপে থাকা রস টেলর ২২ বছর বয়সী ব্যাটসম্যানকে বলেছিলেন, হিরগিরি বাদ দাও, সিঙ্গেল নিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করতে। এই প্রসঙ্গে জশুয়া বলেন, 'আমি ব্যাটিং করছিলাম তো সিঙ্গেল নেইনি। সে সময় সিল্পে দাঁড়িয়ে ছিল রস টেলর।' 

'একটু পর দেখি সে আমার কাছে এসে বলছে, জশ হিরো হতে যেয় না, সিঙ্গেল নাও। এটা টেস্ট হাফ সেঞ্চুরি। পরেরটা পরে দেখা যাবে। এখন হিরোগিরি বাদ দাও। আমি একটু অবাকই হয়েছিলাম শুনে। পরে অবশ্য হাফ সেঞ্চুরি পেয়েছি ঠিকই'।