টি টেন লিগ

পুনে ডেভিলসে নাসিরের সঙ্গী আরেক বাংলাদেশি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:30 বুধবার, 27 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টেন লিগের চতুর্থ আসরে বাংলাদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি। প্লেয়ার্স ড্রাফট থেকে ৬ ক্রিকেটার দল পাওয়ার এবার যুক্ত হলো আরও একজন। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মনির হোসেন খানকে দলে নিয়েছে পুনে ডেভিলস।

বুধবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় মালিকানাধীন দলটি। এর আগে স্পিন অলরাউন্ডার নাসির হোসেনকেও দলে নিয়েছে তাঁরা। টি-টেন খেলতে ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

মনিরকে দলে নেয়া প্রসঙ্গে ফ্র্যাঞ্চাইটি ফেসবুক পোস্টে লিখেছে, 'বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার মনির হোসেন আবুধাবি টি টেন লিগের চতুর্থ আসরের জন্য পুনে ডেভিলস স্কোয়াডের অংশ হতে যাচ্ছেন।'

মনির মূলত একজন বাঁহাতি স্পিনার হলেও দলের প্রয়োজনে ব্যাটিং করার সামর্থ্য রয়েছে তাঁর। বরিশাল বিভাগ ও সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেট খেলেছেন তিনি। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুরন্ত রাজশাহী এবং বরিশাল বুলসের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার।

৩৬ বছর বয়সী মনির এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারে মোট ২৮ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি বল হাতে ২২ টি উইকেট শিকার করেছেন। এছাড়াও ৫৭ টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৬৪ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি।

যেখানে তাঁর রান যথাক্রমে ১ হাজার ৮৭ ও ৩ হাজার ১ শত ৭৭। সেই সঙ্গে প্রথম শ্রেণি ও লিস্ট এ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৮১ টি এবং ৯৮ টি।

চলতি আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসান, মুক্তার আলী, আফিফ হোসেন ধ্রুব এবং নাসির। ৬জন দল পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পেয়েছেন ৫জন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা তাসকিনকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। যে কারণে তাসকিন ছাড়া আর বাকি সবাই ইতোমধ্যে তাঁদের দলগুলোর সঙ্গে যোগ দিয়েছেন।

টি-টেনের এবারের মৌসুমে মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলবেন মোসাদ্দেক ও মুক্তার, বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন আফিফ ও মেহেদি। আর পুনে হয়ে মোহাম্মদ আমিরদের সঙ্গে খেলবেন বাংলাদেশের নাসির ও মনির।

পূর্ব-পরিকল্পনা অনুযায়ী নভেম্বরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও করোনার কারণে এবারের আসরের পর্দা উঠবে ২৮ জানুয়ারি, শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এবারও গত বছরের মতো মাত্র ১০ দিনেই টুর্নামেন্টটি সম্পন্ন হবে।