অস্ট্রেলিয়া-ভারত সিরিজ

শাস্ত্রীর মতো হতে চান সুন্দর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:22 রবিবার, 24 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে রবি শাস্ত্রী ছিলেন একজন পুরোদস্তর স্পিনার। এরপর হয়ে ওঠেন একজন উদ্বোধনী ব্যাটসম্যান। ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া এই ক্রিকেটার বর্তমানে ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই শাস্ত্রীর মতোই হতে চান ভারতের তরুণ ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর।

অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্টে মূলত স্পিনার হিসেবেই ভারত দলে অভিষেক ঘটে সুন্দরের। দলের ক্রান্তিকালে মির্ডল অর্ডারে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে করেন কার্যকরী ২২ রান। একই সঙ্গে ভারতের ঐতিহাসিক জয়ে বল হাতেও নেন ৪ উইকেট।

অথচ সেই সুন্দরই হতে চান ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান। কেননা ঘরোয়া ক্রিকেটে তিনি একজন টপ অর্ডার ব্যাটসম্যান। আবার ক্যারিয়ারের শুরুর দিকের শাস্ত্রীর সঙ্গে মিলও রয়েছে সুন্দরের। তাই ভারতের হয়ে ইনিংস উদ্বোধন করে শাস্ত্রীর মত হতে চান ২১ বছর বয়সী এই তরুণ।

পিটিআইকে দেয়া সাক্ষাতকারে সুন্দর বলেন, 'আমি মনে করি টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ব্যাটিংয়ে উদ্বোধনের সুযোগ পেলে তা আমার পক্ষে আশীর্বাদ হয়ে দাড়াবে। আমার মনে হয় আমাদের কোচ রবি স্যার (রবি শাস্ত্রী) তাঁর খেলার দিনগুলিতে যেভাবে করেছিলেন আমিও ঠিক তেমনভাবে চ্যালেঞ্জটি গ্রহণ করব।'

'রবি স্যার তার খেলার দিনগুলি থেকে আমাদের খুব অনুপ্রেরণামূলক গল্প বলতেন। বিশেষজ্ঞ স্পিনার হিসাবে তাঁর অভিষেক হয়েছিল, তিনি চার উইকেট পেয়েছিলেন এবং অভিষেকের পর দশ নম্বরে ব্যাট করতে নামতেন। সেখান থেকে কীভাবে তিনি একজন টেস্ট ওপেনার হয়ে উঠেছিলেন। আমি তার মতো টেস্টে ব্যাটিংয়ের উদ্বোধন করতে চাই।'

ভারত দলে রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো অভিজ্ঞ ক্রিকেটার। তাই যখন অনুপ্রেরণা কিংবা আত্মবিশ্বাসের প্রয়োজন হয় তখন সুন্দর এই অভিজ্ঞ ক্রিকেটারদের শরণাপন্ন হন। কেননা এদের দেখেই একদিন বিখ্যাত ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনছেন সুন্দর।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'একজন তরুণ ক্রিকেটার হিসাবে যখন আমি অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসের সন্ধান করি, তখন আমি ড্রেসিংরুমে অনেকগুলি রোল মডেল পাই। বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, আর রবিচন্দ্রন আশ্বিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে পাই। যারা এক এক জন বিখ্যাত ক্রিকেটার।'