ভারতের ক্রিকেট

'পরিশ্রম কর, তোমারও সময় আসবে'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:12 রবিবার, 24 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে ভারতের সবচেয়ে বড় শত্রু ছিল চোট। তারপরও পূর্ণশক্তির দল ছাড়াই ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নেয় আজিঙ্কা রাহানের দল। চোটের কারণে ভারতের একাদশে অনেক ক্রিকেটার সুযোগ পেলেও বেঞ্চেই বসে থাকতে হয় কুলদীপ যাদবের। এরপরও অধিনায়কের প্রশংসা পেয়েছেন এই স্পিনার।

পুরো সিরিজে মোট ২০জন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন ভারতের একাদশে। শেষ টেস্টে তো পুরো বোলিং লাইন-আপই বদলে গিয়েছিল ভারতের। কিন্তু ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজদের সুযোগ পাওয়ার ভিড়ে বেঞ্চেই বসে থাকতে হয় কুলদিপকে।

২০১৭ সালে টেস্ট অভিষেক হওয়া কুলদিপ দেশের হয়ে খেলেছেন ৬টি টেস্ট। ২৪ উইকেট নেয়া এই স্পিনার সর্বশেষ সাদা পোশাকে মাঠে নেমেছেন ২০১৯ সালের জানুয়ারিতে, অস্ট্রেলিয়া সফরেই। দুই বছর ধরে টেস্ট একাদশে সুযোগের অপেক্ষায় থাকা এই স্পিনারকে তাই সাহস যোগানোর চেষ্টা করেছেন রাহানে। 

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রকাশিত এক ভিডিওতে রাহানে বলেন, 'কুলদীপ, তোমার জন্য আমি জানি এই সময়টা কঠিন। একটি ম্যাচেও খেলার সুযোগ পাওনি তুমি। কিন্তু দলের প্রতি তোমার মনোভাব সত্যিই দারুণ ছিলো। তোমার সময়ও আসবে। কঠোর পরিশ্রম চালিয়ে যাও।'

সিরিজের প্রথম টেস্টে পূর্ণশক্তির দল নিয়ে লজ্জায় ডুবেছিল ভারত। তবে চোট আর ক্রিকেটারদের পারিবারিক কারণে দেশে ফেরা ক্রিকেটারদের ছাড়াই দ্বিতীয় টেস্টে জয় পায় দলটি। এরপর তৃতীয় টেস্টে ড্র এবং ব্রিসবেনে শেষ টেস্টে তো স্বাগতিকদের আত্মবিশ্বাস আকাশ থেকে মাটিয়ে নামিয়ে আনে রাহানের দল। 

শেষ টেস্টে কুলদীপের সঙ্গে একাদশে জায়গা হয়নি নেট বোলার হিসেবে থাকা কার্তিক তিয়াগিরও। যিনি গত বছর যুব বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন। এছাড়া দলের সঙ্গে থাকা প্রত্যেক ক্রিকেটারই সুযোগ পেয়েছেন একাদশে। তাই কুলদিপের সঙ্গে কার্তিককেও জুড়ে দেন রাহানে। 

রাহানের ভাষায়,'এটি আমাদের জন্য অনেক গৌরবময় একটি মুহূর্ত। অ্যাডিলেড থেকে মেলবোর্নে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি তা দারুণ ছিলো। সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চই দিয়েছে। এটি শুধু এক বা দুইজনের প্রচেষ্টা নয়। কিন্তু আমি কুলদীপ যাদব ও কার্তিক তিয়াগীর কথা বিশেষ ভাবে বলতে চাই। পুরো সফরজুড়েই তোমরা দারুণ ছিলে।'