অস্ট্রেলিয়া-ভারত সিরিজ

হেরেও ভারতকে ধন্যবাদ জানালো অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
প্রকাশের তারিখ: 15:32 বুধবার, 20 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গেলো বছর ২৭ নভেম্বর, সিডনিতে রঙ্গিন পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হয়েছিলো অস্ট্রেলিয়া ও ভারতের লড়াই। ব্রিসবেন টেস্ট মহারণের মধ্যে দিয়ে যা শেষ হয়েছে ১৯ জানুয়ারি। এই সিরিজ দিয়েই আবারো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। আর এ কারণেই টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজ হারের পরেও ভারতকে ধন্যবাদ জানাতে ভোলেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

করোনার কারণে এক দেশে থেকে আরেক দেশে যাতায়াততে বিধিনিষেধ ছিলো। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত লম্বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মৌসুম শেষ করেই অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছে ভারতীয়রা। নয় সপ্তাহ অস্ট্রেলিয়ায় থেকে জৈব সুরক্ষা বলয়ে থেকে সিরিজ শেষ করেছে সরফরকারীরা। তাই বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছে সিএ। এই সফরের সঙ্গে যারা জড়িয়ে ছিলেন, খোলা চিঠিতে ধন্যবাদ জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখা চিঠিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে তারা বিসিসিআই-এর কাছ চির কৃতজ্ঞ থাকবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বন্ধুত্ব, বিশ্বাস এবং প্রতিশ্রুতি ছাড়া এমন হাই ভোল্টেজ দ্বিপাক্ষীয় সিরিজ আয়োজন করা সম্ভব হত না বলে স্বীকার করেছে সিএ।

বিগত ৯ সপ্তাহ ধরে চলা ভারত বনাম অস্ট্রেলিয়ার যুদ্ধে প্যাট কামিন্স-জসপ্রিত বুমরাহর বোলিং, অজিঙ্কা রাহানে ও স্টিভ স্মিথদের দুর্দান্ত ব্যাটিংশৈলী দেখেছে দর্শকেরা। অভিজ্ঞদের সঙ্গে নবাগত শুভমান গিল ও ক্যামেরুন গ্রিনের পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেট মুগ্ধ হয়েছে বলে চিঠিতে জানিয়েছে সিএ।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এবার যে লড়াই চোখে পড়েছে, তা অন্যতম সেরা বলে দাবি করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সবশেষে টিম ইন্ডিয়াকে দুর্দান্ত টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছে স্টিভ স্মিথদের ক্রিকেট বোর্ড।

যদিও কোয়ারেন্টাইনর সহ বর্ণবাদী মন্তব্যের কারণে উত্তপ্ত হয়েছিলো দুই পক্ষই। এমনকি ব্রিসবেনের কঠোর কোয়ারন্টাইন বিধি এবং অনুশাসন মেনে নিতে ক্ষিপ্ত হয়েছিলো রাহানে শিবির। অবশেষে বিসিসিআইয়ের হস্তক্ষেপে শুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে গ্যাবা টেস্ট। যদিও সিডনির দর্শকদের বর্ণবাদী মন্তব্যের পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিলো সিএ। যদিও ব্রিসবেনে এরপরে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিলো।

এতকিছুর পরেও ঘরের মাঠে সফল ভাবে ভারতের বিরুদ্ধে সিরিজ আয়োজন করে তৃপ্তির হাসি ফুটেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। সিরিজ চলাকালীন অনেক জল ঘোলা করা বিতর্ক মাথা চাড়া দিলেও বিসিসিআই-এর সঙ্গে তাদের সুসম্পর্ক অটুঁট রয়েছে বলে জানিয়েছে সিএ।