পিএসএল

দল পাননি সাইফউদ্দিন-নাসিররাও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:48 রবিবার, 10 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরকে সামনে রেখে রবিবার (১০ জানুয়ারি) শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট। আসন্ন এই আসরে ৪০০ এর অধিক বিদেশি ক্রিকেটারদের নিয়ে তৈরি করা ড্রাফট তালিকায় আছেন ২০ জন বাংলাদেশি ক্রিকেটার।

গোল্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। যেখানে মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে ছিলেন নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা। তবে দল পাননি তাঁদের কেউই।

এর আগে দল পাননি বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। ক্রিস গেইল-ডেভিড মিলারদের সঙ্গে প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন তিনি। এর আগে ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি।

মাত্র ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে উইকেটের পরিসংখ্যান বাদ দিয়ে তাঁর মিতব্যয়ী বোলিংয়ে বেশ নজর কেড়েছিলেন তিনি। মাত্র ৬.৪৩ ইকোনোমিতে উইকেট নিয়েছিলেন তিনি।

যেখানে ২২ রানে ২ উইকেট ছিল তাঁর সেরা বোলিং ফিগার। আগামী ২০ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে পিএসএলের এবারের আসরের।

৬ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ মার্চ। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন করাচির বিপক্ষে মাঠে নামবে ২০১৯ মৌসুমের চ্যাম্পিয়ন কোয়েটা গ্লাডিয়েটর্স।

পিএসএল ড্রাফটে বাংলাদেশিরা:

প্লাটিনাম ক্যাটাগরি- মুস্তাফিজুর রহমান।

ডায়মন্ড ক্যাটাগরি- মাহমুদউল্লাহ রিয়াদ।

গোল্ড ক্যাটাগরি- আবুল হাসান রাজু, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।

সিলভার ক্যাটাগরি- আবু সায়েম চৌধুরি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান রানা, মেহেদী হাসান, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ।