টি টেন লিগ

অনাপত্তিপত্রের অপেক্ষায় নাসির-মুক্তাররা

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 17:38 বুধবার, 06 জানুয়ারি, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টেন লিগে দল পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। টি-টেন লিগের এবারের আসর মাঠে গড়ানোর সময় ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত কাউকে অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ড্রাফট থেকে মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ এবং মুক্তার আলীকে দলে ভেড়ায় মারাঠা অ্যারাবিয়ানস। আফিফ হোসেন ধ্রুব এবং শেখ মেহেদী হাসানকে দলে নেয় বাংলা টাইগার্স। এছাড়া নাসির হোসেনকে দলে নিয়েছে পুনে ডেভিলস।

এই ছয় ক্রিকেটার দল পেলেও আন্তর্জাতিক সূচির কারণে বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ার সম্ভাবনা রয়েছে মোসাদ্দেক, আফিফ, তাসকিন, মেহেদীর। কারণ এই চার ক্রিকেটারই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত প্রাথমিক স্কোয়াডে। তবে আসন্ন এই টুর্নামেন্টে দেখা যেতে পারে নাসির হোসেন এবং মুক্তার আলীকে। মূলত বাইরের দেশে কোনো টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেয় বিসিবি।

এই ছয় ক্রিকেটারদের মাঝে কাদেরকে অনাপত্তিপত্র দেয়া হবে সেটা পরিস্থিতি বিবেচনা করে বিসিবি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘এখন পর্যন্ত কোনো অনাপত্তিপত্র (এনওসি) আমরা দেইনি। দেখি যখন সময় হবে তখন আমরা বলতে পারবো। কিন্তু এনওসি তো যাওয়ার আগে আমরা দিয়ে থাকি ,দেখি পরিস্থিতি কি বলে।’

এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জির পক্ষ থেকে মুক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, বিসিবির অনাপত্তিপত্র পেতে ইতোমধ্যে তিনি আবেদন করেছেন। এখনও অনাপত্তিপত্র না পেলেও বেশ আশাবাদী এই পেস বোলিং অলরাউন্ডার।

এ প্রসঙ্গে মুক্তার বলেন, ‘আমি অনাপত্তিপত্রের (এনওসি) জন্য আবেদন করেছি কিন্তু এখনও দেইনি। তবে আমি আশাবাদী যে তারা দ্রুতই আমাকে দিয়ে দেবে।’

আগামী ২৮ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে টি-টেন লিগের চতুর্থ আসর। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালের নভেম্বরে। তবে করোনার কারণে সেটা পিছিয়ে দেয়া হয়েছিল।