পাকিস্তান সুপার লিগ

নতুন ভূমিকায় সাইদ আজমল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:42 সোমবার, 04 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমল। পিএসএলের ৬ষ্ঠ আসরের জন্য এই দুসরা জাদুকরকে দক্ষিণ আফ্রিকান ইয়ান বোথার সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল পিএসএলের প্রথম আসর। সেই আসরে কোয়েটা গ্লাডিয়েটরসকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল ইসলামাবাদ। তখনকার সেই দলের সদস্য ছিলেন আজমল। এবার একই দলের সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

এক টুইট বার্তায় খবরটি নিশচিত করেছেন আজমল নিজেই। ইসলামাবাদের ফ্র্যাঞ্জাইজিকে ধন্যবাদ দেয়ার সঙ্গে এই দায়িত্বকে তাঁর জন্য বিশাল সম্মানের বলেও আখ্যা দিয়েছেন তিনি। এমনকি ৬ষ্ঠ আসরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান আজমল।

টুইটারে তিনি লিখেন, 'ধন্যবাদ ইসলামাবাদ ইউনাইটেড। সহকারী কোচ হিসাবে পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) অংশ হওয়া আমার কাছে বিশাল সম্মানের। এটি এমন একটি ফ্র্যাঞ্চাইজি যা কেবল তরুণ ক্রিকেটারদেরই নয়, তরুণ কোচদের শিখতে ও তাদের অগ্রগতির জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। পিএসএলের ৬ষ্ঠ আসরের জন্য অপেক্ষায় থাকলাম।'

এদিকে গত কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ইয়ান বোথাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইসলামাবাদের ফ্র্যাঞ্চাইজি। যদিও বোথা এর আগে পিএসএলের দ্বিতীয় আসরে দলটির ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন।