promotional_ad

আমরা শহিদুলের জন্য খেলেছি : মাশরাফি

তানভীন তামিম / ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মাত্র পাঁচদিন আগে বাবা হারা হয়েছেন জেমকন খুলনার পেসার শহিদুল ইসলাম। বাবাকে দাফন শেষে আবারও দলের সঙ্গে যোগ দেন ডানহাতি এই পেসার। প্রথম কোয়ালিফায়ারে খেলতে না পারলেও টুর্নামেন্টের ফাইনালের একাদশে জায়গা পেয়েছেন তিনি। তাঁর বাবা মারা যাওয়ায় ফাইনালটি শহিদুল এবং তাঁর বাবার জন্য খেলেছেন বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।


প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে বাবা হারান শহিদুল। ১৩ ডিসেম্বর (রবিবার) দুনিয়া ছেড়ে পারাপারে পাড়ি জমান তাঁর বাবা। জীবনের এত বড় একটি দুঃখের দিনে তাই আর দলের সঙ্গে থাকেননি তিনি।


promotional_ad

বাবার নিথর দেহটি শেষবার মত দেখার জন্য ১৩ ডিসেম্বর রাতেই নিজ বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফিরে যান তিনি। যে কারণে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তাই দলের গুরুত্বপূর্ণ পেসারকে পায়নি খুলনা। বাবাকে দাফনে করে পরবর্তী দলে সঙ্গে যোগ তিনি। হোটেলে কোয়ারেইন্টাইনে থেকে করোনা নেগেটিভ হওয়ার পর খেলার অনুমতি পান।


শহিদুলের বাবাকে উৎসর্গ করতেই ক্রিকেটাররা আপ্রাণ চেষ্টা করেছেন বলে জানিয়েছেন মাশরাফি। অধিনায়ক মাহমুদউল্লাহ ম্যাচের আগে সতীর্থদের বলেছিলেন, আমরা শহিদুলের জন্য খেলব। শহিদুলকে জয় উপহার দিতে পারায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি।


এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সবকিছুর জন্য সৃষ্টিকর্তা আল্লাহকে ধন্যবাদ। যখন আমি ঘরোয়া ক্রিকেটে খেলেছি সবসময়ই চ্যাম্পিয়ন। বিশেষ করে যখন আমি ফাইনাল খেলেছি। এটার জন্য আল্লাহকে ধন্যবাদ এবং একটা জিনিস যে আমরা সবাই শহিদুলের জন্য খেলেছি। তার বাবা পাঁচদিন আগে মারা গেছে।’


তিনি আরও বলেন, ‘আমাদের অধিনায়ক বলেছে যে আমরা শহিদুলের জন্য খেলব। তারা বাবা মারা যাওয়ার কারণে বাড়িতে ছিল এবং হোটেলে সে গত তিনদিন কোয়ারেন্টাইনে ছিল। সে পরীক্ষায় নেগেটিভ হয় এবং সে খেলেছে। আমরা শুধু তার জন্য খেলেছি। আল্লাহকে ধন্যবাদ যে আমরা তাঁর জন্য জয়ে এনে দিতে পেরেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball