আরব আমিরাত-আয়ারল্যান্ড সিরিজ
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আরব আমিরাতের

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে সুপার লিগের অংশ হিসাবে আগামী বছরের জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।
এই দুই দেশের মধ্যকার প্রথম ওয়ানডে টি শুরু হবে আগামী ৮ জানুয়ারী। সিরিজের বাকী তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১২, এবং ১৪ জানিয়ারী। প্রত্যেকটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। যৌথভাবে ম্যাচগুলো সম্প্রচার করবে আইটিডব্লুউ কনসাল্টিং।
আইসিসির পূর্ণ কোন সদস্যের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত খেলতে পেরে কৃতজ্ঞ। এই সিরিজের সফল আয়োজনের জন্য আমিরাত ক্রিকেট ম্যানেজমেন্টের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন বলে জানান আমিরাত ক্রিকেট বোর্ডের সহ সভাপতি খালিদ আল জারুনি। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ প্রসঙ্গে খালিদ বলেন, 'আমরা আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডের বিপক্ষে এই সূচি ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত। সম্মিলিতভাবে, আমাদের ম্যানেজমেন্ট দলগুলো আবুধাবিতে এই সিরিজটিকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এর সঙ্গে জড়িত সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।'


এছাড়াও আয়ারল্যান্ড তাঁর প্রতিশ্রুতি রাখায়ও দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি খালিদ। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'আমরা ক্রিকেট আয়ারল্যান্ড তাদের প্রতিশ্রুতি ও আবুধাবি স্পোর্টস কাউন্সিল এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের প্রতি এই সিরিজ আয়োজনে সহায়তার জন্য আমরা চির কৃতজ্ঞ।'
সংযুক্ত আরব আমিরাত বনাম আয়ারল্যান্ড ওয়ানডে সূচি:
প্রথম ওয়ানডে: ৮ জানুয়ারী ২০২১ (শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়াম)
দ্বিতীয় ওয়ানডে: ১০ জানুয়ারী ২০২১ (শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়াম)
তৃতীয় ওয়ানডে: ১২ জানুয়ারী ২০২১ (শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়াম)
চতুর্থ ওয়ানডে: ১৪ জানুয়ারী ২০২১ (শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়াম)