promotional_ad

একাদশে জায়গা হারাইনি, ব্যক্তিগত কারণে বাইরে ছিলাম: ইমরুল

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ইমরুল কায়েসের। বেশ কয়েকটি ম্যাচে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তিনি। ইমরুলের ব্যর্থতার কারণে অভিজ্ঞ টপ অর্ডার নিয়েও টুর্নামেন্টে ভুগতে হচ্ছে জেমকন খুলনাকে।


৭ ম্যাচে ১৯.৭১ গড়ে ইমরুলের ব্যাট থেকে এসেছে ১৩৮ রান। টি-টোয়েন্টি কাপে তাঁর সর্বোচ্চ রান ৩৭। এমন পারফরম্যান্সের পর বেক্সিমকো ঢাকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনার একাদশে ছিলেন না ইমরুল।


promotional_ad

গুঞ্জন ছিলো একাদশ থেকে বাদ পড়েছেন এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান। অবশ্য ইমরুল জানিয়েছেন, একাদশ থেকে তিনি বাদ পড়েননি। পারিবারিক কারণে তিনি বাসায় গিয়েছিলেন। তাই তাঁকে আইসোলেশনে থাকতে হয়েছিল।


এ প্রসঙ্গে ইমরুল বলেছেন, 'একাদশে জায়গা হারাতে হয় নাই আমার ব্যক্তিগত পরিবারের সমস্যার কারণে বাসায় গিয়েছিলাম। কিছু নিয়ম ছিল যার জন্য হয়তোবা খেলতে পারি নাই। আইসোলেশনে ছিলাম যার জন্য খেলতে পারি নাই।'


ইমরুলকে ছাড়া ঢাকার বিপক্ষে ২০ রানের ব্যবধানে হেরেছিল খুলনা। এই টুর্নামেন্টে নিজের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট এই বাঁহাতি ব্যাটসম্যান। তিনি জানিয়েছেন, প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। টুর্নামেন্টের বাকি দুই ম্যাচে রানে ফেরার চেষ্টা করবেন তিনি।


ইমরুলের ভাষ্য, 'পারফরম্যান্স নিয়ে আমার যে প্রত্যাশা ছিল আমি ওইভাবে করতে পারি নাই। কিন্তু ঠিক আছে একটা খেলোয়াড়ের সবসময় সব টুর্নামেন্টে ভালো খেলে না। এখনও সুযোগ আছে আরও দুইটা ম্যাচ আছে চেষ্টা করব জায়গা মতো ভালো খেলার। যখন ওই সময়ে ওইভাবে চেষ্টা করব পারফরম্যান্স করার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball