বিগ ব্যাশ

একদিনে ২ সেঞ্চুরি, ৩ ম্যাচে ৪৫ ছক্কা!

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:47 শনিবার, 05 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ১০ ডিসেম্বর শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ। এই টুর্নামেন্ট শুরুর আগেই কুইন্সল্যান্ড প্রিমিয়ার লিগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন অনেকে।

এই টুর্নামেন্টেই তান্ডব চালিয়েছেন অজি ওপেনার ক্রিস লিন। তিন ম্যাচে তিনি ১৩৯ বলে করছেন ৩৯৮ রান। যেকোনো আক্রমণাত্মক ব্যাটসম্যানের জন্যই এমন ব্যাটিং স্বপ্নের মতো।

এর মধ্যে একদিনের মধ্যেই দুই সেঞ্চুরি হাঁকিয়ে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। শুধু তাই নয় এই সর্বশেষ তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসছে ৪৫টি ছক্কা।

কুইন্সল্যান্ড প্রিমিয়ার লিগে টম্বুলের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচে ২০ ছক্কা আর ৫ চারে ৫৫ বলে ১৫৪ রানের ইনিংস খেলেছিলেন লিন। এর মধ্যে ১৪০ রানই এসেছিল বাউন্ডারি থেকে। 

লিনের সর্বশেষ ১১৫ রান এসেছে কেবল ৩৪ বল থেকে। দ্বিতীয় ম্যাচে মাত্র ৪৩ বলে ১৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন লিন। এই ইনিংস খেলার পথে ১৪টি ছক্কা আর ১১টি চারের মার মেরেছেন তিনি।

এদিন আরেক ম্যাচে ৪১ বলে ১০৫ রানের আরেকটি ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্রিসবেন হিটের হয়ে বিগব্যাশে মাঠে নামার আগে তাঁর এমন প্রস্তুতি দলটিকে বাড়তি অনুপ্রেরণা দেবে।