বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

উইকেট নিয়ে মুশফিকের অসন্তুষ্টি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:47 বুধবার, 02 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

টানা তিন হারের পর ফরচুন বরিশালের বিপক্ষে জয় পেয়েছে বেক্সিমকো ঢাকা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম জয় পাওয়ার দিনে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন মুশফিকুর রহিম। তিনি মনে করছেন, কিউরেটররা ফ্রেশ উইকেট তৈরি করতে পারছেন না।

টুর্নামেন্টের প্রথম ম্যাচের জয়ের খুব কাছে গিয়েও জয়ের দেখা পায়নি ঢাকা। এরপরের টানা দুই ম্যাচে হেরেও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিলো মুশফিকের দল। তবে নিজেদের চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেলো তারা। আগে ব্যাট করা বরিশালকে মাত্র ১০৮ রানে আটকে দেয় রবিউল ইসলাম-নাইম ইসলামরা।

যদিও জয়ের জন্য মাত্র ১০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে জয় পেতে বেশ বেগ পোহাতে হয়েছে ঢাকাকে। ৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় তারা। এদিন এমন লো স্কোরিং ম্যাচ হওয়ায় উইকেট নিয়ে সন্তুষ্টি হতে পারেননি ঢাকার অধিনায়ক।

এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘আপনি যদি উইকেটের দিকে তাকান দেখবেন এটা ব্যবহৃত উইকেট। আপনি আশা করতে পারেননা এটা ড্রাই উইকেট হবে। সূর্যের তাপ পড়েনি খুব একটা। একদিনের মধ্যে কিউরেটরের পক্ষে সম্ভব না একটা ফ্রেশ উইকেট তৈরি করা। কারণ ঘাসে তাদের অনেক পানি দিতে হয়। তার উপর খুব একটা সূর্যের আলো পড়েনি। আমি মনে করি কিউরেটরের জন্য বেশ কঠিন কাজ। দ্রুত পরিস্থিতি বুঝে যা করার আমাদেরই করতে হতো। যেটা আমরা করেছিও আজকে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি উইকেট কিছুটা কঠিন ছিল। যে কারণে আমি টসের সময় বলেছি কি ধরনের লক্ষ্য তাড়া করতে হতে পারে আমাদের তা অনুমান করা কঠিন ছিল। কিন্তু আমি বেশ আত্ববিশ্বাসী ছিলাম যে আমাদের বোলাররা যদি তাদের কাজ ঠিকমত করতে পারে এবং ফিল্ডাররা সুযোগ নিতে পারে তাহলে তাদের অল্পতে আঁটকে দেওয়া সম্ভব। আর এটা আমরা ভালোভাবে করতে পেরেছি আলহামদুলিল্লাহ।’

কম রানের লক্ষ্য তাড়া করতে নামলেও পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ঢাকা। যে কারণে ওই সময় কোন প্রকার ঝুঁকি না নিয়ে শেষ পর্যন্ত খেলার পরিকল্পনা করেছিলেন মুশফিক। অল্প রানের ম্যাচ জিততে কষ্ট হলেও জয়কেই প্রাধান্য দিচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘হ্যাঁ অবশ্যই, কম রানের তাড়া করাটা একটু ট্রিক চেজ। কারণ প্রতিপক্ষ দল কখনই হারতে চাইবে না। তারা পুরো ২০ ওভারই অ্যাটাক করবে। যে কারণে হিসেব-নিকেশ করেই সামনে এগোতে হবে। তারা সেটা করতে পারেনি কারণ আমরা পাওয়ার প্লেতে বেশ কয়েকটি উইকেট হারিয়েছিলাম। যে কারণে ওই মুহূর্তে আমি কোনো ঝুঁকি নিতে চাইনি।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে আমার পুরো ইনিংস খেলা প্রয়োজন আর অন্য প্রান্তে যে কোনো ২-১ জনের ২০ কিংবা ৩০-৪০ রান করে করলে আমরা জিতে যাব। এটা কোন ব্যাপার না যে আমরা কিভাবে জিতেছি। আমরা কিছুটা হলেও খুশি যে আমরা জিতেছি। হয়তো শুরুর দিকে আমাদের রানরেট ভালো ছিল না। আমরা এটা নিয়ে কথা বলব। সবমিলিয়ে জয় তো জয়ই।’