অস্ট্রেলিয়া-ভারত সিরিজ

কোহলি একাই ম্যাচ জেতাতে পারবে না: হরভজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:03 সোমবার, 30 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম ম্যাচের দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১ রানে পরাজিত হয়েছে ভারত। এদিনও স্মিথ-ওয়ার্নাদের ৩৮৯ রানের পাহাড়সম সংগ্রহে চাপা পরে যায় ভারতীয়রা। এই হারের ফলে টানা ৫ ওয়ানডেতে জয়ের মুখ দেখতে ব্যর্থ হয়েছে বিরাট কোহলির দল।

চলতি সিরিজে অধিনায়ক হিসেবে কোহলির পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটসম্যান হিসেবে কোহলির পারফরম্যান্সও খুব একটা দৃষ্টিনন্দন নয়। গতকালের ম্যাচের আগে এই সিডনি গ্রাউন্ডে কোহলির সর্বোচ্চ রান ছিল ২১। দ্বিতীয় ম্যাচে জাম্পার কাছে ১১ রানে জীবন পেয়ে ৮৯ রানের একটি লড়াকু ইনিংস খেলেছিলেন তিনি। স্বভাবতই বড় ম্যাচগুলোয় কোহলির দলকে জেতানোর ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অনেক ক্রিকেট বিজ্ঞ কিংবা ক্রিকেট বিশ্লেষকরা তো মনে করছেন অধিনায়কত্বের ভারে ব্যাটসম্যান কোহলি নুইয়ে পরেছেন। তবে এসব মানতে নারাজ ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তাঁর মতে কোহলি একাই ভারতকে ম্যাচ জেতাবে এমন আশা করাটাও ভুল। এজন্য দলীয় পারফরম্যান্স প্রয়োজন বলে মনে করেন তিনি।

ভারতের অন্যতম সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে হরভজন বলেন, 'তাই আমি মনে করি না অধিনায়কত্ব কোহলির উপর কোন ধরণের প্রভাব ফেলে। এটাও সত্যি একজন ক্রিকেটার আপনার দলকে জিতিয়ে দিতে পারবে না।'

'বিশ্বকাপের পরেও আমি বলেছিলাম যে আপনি জানেন আপনার দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা আছেন। এদের মাধ্যমেই আপনি চাইবেন দলকে এগিয়ে নিয়ে যেতে এবং যতটা সম্ভব রান করতে।'

অধিনায়কত্ব যে কোহলির উপর চাপ সৃষ্টি করে এমনটাও মনে করেন না হরভজন। ভারতের অধিনায়ক এসব চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন বলেও মনে হয় তাঁর। এমনকি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলের জয় নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকেন কোহলি।

এ প্রসঙ্গে হরভজন বলেন, 'আমি মনে করি না অধিনায়কত্ব নিয়ে কোহলি কোন ধরণের চাপ অনুভব করে। এটা যে তার পারফরম্যান্সে প্রভাবিত করে এটাও আমই মনে করি না। আমি মনে করি সে বরং এসব চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। সে একজন লিডার যে কিনা সামনে থেকে দলকে নেতৃত্ব দেয় এবং দলের জন্য উদাহরণ সৃষ্টি করে। এমনকি দলের জন্য সবসময় জিততে চায়।'