এলপিএল

৫ ওভারের ম্যাচে রাসেলের ১৪ বলে ফিফটি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 06:59 রবিবার, 29 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

মাত্র পাঁচ ওভারের ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব আন্দ্রে রাসেল খেলার সুযোগ পেলেন ১৯ বল। তাতেই নিজের স্বভাবসুলভ ঝড়ো ব্যাটিংটা দেখিয়ে দিলেন তিনি। ১৪ বলেই করে ফেললেন ফিফটি।

যৌথভাবে যেটা টি-টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। অবশ্য তাতেই থেমে থাকেননি ক্যারিবীয়ান এই ব্যাটসম্যান। বৃষ্টির কারণে বিশ থেকে কমে ম্যাচের দৈর্ঘ্য হয় মাত্র পাঁচ ওভার।

ইনিংস উদ্বোধনে এসে যেখানে ৯ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৬৫ রান করেন রাসেল। রাসেলের ওপেনিং সঙ্গী তিকশিলা ডি সিলভা অবশ্য সাজঘরে ফিরে গেছেন কোনো রান না করেই।

যদিও তিন নম্বরে খেলতে আসা লরি ইভান্সের ১০ বলে ২০ রানের ছোট ঝড়ে বড় সংগ্রহই পায় কলম্বো কিংস। নির্ধারিত পাঁচ ওভারে ১ উইকেট হারিয়ে তুলে ৯৬ রান।

জবাব দিতে নেমে শুরু থেকেই ছন্নছাড়া ছিল গল গ্ল্যাডিয়েটরস। ওপেনার ধানুস্কা গুণারত্মে ২ ছক্কা ও চারে ১৫ বলে ৩০ রান করে চেষ্টা চালালেও সেটা যথেষ্ট হয়নি জয়ের জন্য।

এছাড়া অধিনায়ক শহিদ আফ্রিদি ৬ বল থেকে ১২ রান ও আজম খান ৩ বলে করেন ১০ রান। শেষ পর্যন্ত পাঁচ ওভারে ৬২ রানে থামে গল। ম্যাচ হারে ৩৪ রানে।