লঙ্কা প্রিমিয়ার লিগ

লঙ্কা প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:38 সোমবার, 21 আগস্ট, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ডাম্বুলা অরা আর বি-লাভ ক্যান্ডি দুই দলই প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে উঠেছিল। ফলে এলপিএল যে এবার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে সেটা বোঝা গিয়েছিল আগেই। ফাইনালে ডাম্বুলাকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে গেল বি-লাভ ক্যান্ডি। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত এলপিএলের তিনটি সংস্করণেই ট্রফি জিতেছে জাফনা কিংস। অ্যাঞ্জেলো ম্যাথুস- কামিন্দু মেন্ডিসদের হাত ধরে এবারই নতুন চ্যাম্পিয়ন পেল টুর্নামেন্টটি।

প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে রবিবার টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৪৭ রান করে ডাম্বুলা। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। তিনি তিনটি ছক্কায় ২৯ বলে ৪০ রান করেন।

এ ছাড়া সাদিরা সামারাবিক্রমা করেন ৩০ বলে ৩৬ রান এবং কুশল পেরেরা অপরাজিত থাকেন ২৫ বলে ৩১ রান করে। ক্যান্ডির হয়ে দুটি উইকেট নেন চাতুরঙ্গা ডি সিলভা।

লক্ষ্য তাড়া করতে নেমে ক্যান্ডি ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন মেন্ডিস। ৩৭ বলে খেলা এই ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কার মার। মোহাম্মদ হারিসের সঙ্গে উদ্বোধনী জুটিতেই ৪৯ রান তোলেন মেন্ডিস।

২২ বলে ২৬ রান করে ফিরে যান হারিস। দলীয় ৯৪ রানে মেন্ডিস ফিরে গেলে দীনেশ চান্দিমাল এবং ম্যাথুসের দায়িত্বশীল ইনিংসে জয় পায় ক্যান্ডি। চান্দিমাল ২২ বলে ২৪ রান করে ফিরলেও ম্যাথুস ২১ বলে অপরাজিত ২৫ রান করেন।

মাঝে চাতুরাঙ্গা ডি সিলভা শূন্য রানে সাজঘরে ফিরলে অবশ্য কিছুটা চাপে পড়ে ক্যান্ডি। কিন্তু আসিফ আলীকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন অধিনায়ক ম্যাথুস। ১০ বলে ১৯ রানের ক্যামিও খেলে ১৯তম ওভারে ফিরে যান আসিফ।

শেষে লাহিরু মাদুশাঙ্কা তিন বলে পাঁচ রান করে অপরাজিত থাকেন। ডাম্বুলার হয়ে নুর আহমেদ অসাধারণ বোলিং করে তিনটি উইকেট নেন। এ ছাড়া দুটি উইকেট নেন বিনুরা ফার্নান্দো।