বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

টি-টোয়েন্টি কাপ দেখতে মিরপুরে রাসেল ডমিঙ্গো

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:20 বৃহস্পতিবার, 26 নভেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচ দেখতে মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন রাসেল ডমিঙ্গো। এর আগে বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়েই বাংলাদেশে আসেন জাতীয় দলের এই প্রধান কোচ।

এরপর বাংলাদেশে পৌঁছে আরও একবার করোনা পরীক্ষা করিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান। যে পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে। যে কারণে কোনো সময় না নিয়েই বৃহস্পতিবার মাঠে খেলা দেখতে চলে এসেছেন তিনি।

এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপের শুরুর আগে ঢাকায় এসেছিলেন ডমিঙ্গো। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের অনুশীলন করিয়েছিলেন তিনি। এছাড়া প্রেসিডেন্টস কাপের পুরোটা জুড়েই ক্রিকেটারদের পর্যবেক্ষনের দায়িত্বে ছিলেন ডমিঙ্গো।

২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিন দলের ওই টুর্নামেন্টের ফাইনাল। যদিও বৃষ্টি এবং আবহাওয়ার কথা বিবেচনা করে তা পিছিয়ে নেয়া হয়েছিল ২৫ অক্টোবর। যে কারণে ২৪ অক্টোবর দেশে ফিরেতে হয় ডমিঙ্গো, ওটিস গিবসন ও রায়ান কুকদের। 

পূর্ব নির্ধারিত সূচিতে ফাইনাল মাঠে গড়ালে, তা দেখেই দেশে ফিরতেন ডমিঙ্গো-কুকরা। এদিকে বাকি দুই বিদেশি কোচ এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশে আসেননি। জানুয়ারিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বাংলাদেশে আসার কথা রয়েছে দুজনের।

মঙ্গলবার থেকে মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্টে অংশগ্রহণ করছে পাঁচটি দল। দলগুলো হলো জেমকন খুলনা, ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার রাজশাহী এবং গাজী গ্রুপ চট্টগ্রাম। পাঁচ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।