বাংলাদেশ ক্রিকেট

সতীর্থদের নিয়ে দোদুল্যমান অবস্থায় সাকিব

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 12:54 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

এক বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন সাকিব আল হাসান। পুরনো সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে যেন তর সইছে না তাঁর। কিন্তু প্রশ্ন হলো এক বছর পর ফিরে আসায় সতীর্থরা কি আগের মতো তাঁকে বিশ্বাস করবেন? এই প্রশ্নের পরিষ্কার উত্তর অবশ্য স্বয়ং সাকিবের কাছেই নেই! 

বুধবার নিজের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন সাকিব। সেখানেই সতীর্থদের নিয়ে কথা বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশ্বাস এবং বোঝাপড়ার বিষয়ে সাকিব নিজেও যেন আছেন দোদুল্যমান অবস্থায় রয়েছেন। যদিও এক্ষেত্রে ইতিবাচক মনোভাব ধরে রাখাকেই শ্রেয় মনে করছেন তিনি।

সাকিব বলেন, ‘আসলে কার মনের ভেতরে কি আছে সেটা বলাটা মুশকিল। সন্দেহ হতেই পারে, অবিশ্বাস তৈরিও হতেই পারে। সেটা আমি কখনও অস্বীকার করি না। এর ভেতরে যেহেতু সবার সঙ্গে আমার মোটামুটি যোগাযোগ ছিল, কথা হয়েছে, আমি কখনও ওইভাবে অনুভব করিনি। আশা করি যে এই জায়গাটাতে কোনো সমস্যা হবে না। তারা যেভাবে আমাকে বিশ্বাস করতো এখনও সেভাবেই বিশ্বাস করবে।'

সতীর্থদের মনের মাঝে অবিশ্বাস তৈরি হলেও কিংবা সন্দেহ জাগলেও সেটা নিয়ে আপসোস করার কিছু নেই বলে জানান সাকিব। বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখার পক্ষে তিনি। তবে আগের মতো বিশ্বাসের জায়গাটা ঠিক থাকবে বলেও বিশ্বাস করেন এই তারকা ক্রিকেটার। 

সাকিবের ভাষ্যমতে, ‘আপনি যদি ওইভাবে বলেন করতেই পারে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। মনের কোণায় এরকম একটু সন্দেহ জাগতেই পারে এবং সেটা নিয়েও আসলে আফসোস করার কিছু নেই। কারণ ঘটনাটাই এমন যে, যে কারও যে কোন সময় মনের কোণে একটু সন্দেহ জাগতেই পারে। কিন্তু আমার ধারণা তাদের সবারই আমার প্রতি যে বিশ্বাস ছিল এখনও সেই বিশ্বাসটাই থাকবে।’

জুয়াড়ির দেয়া প্রস্তাব আইসিসির কাছে গোপন করায় এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান। তাঁর সেই নিষেধাজ্ঞার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে গত মাসের ২৮ তারিখ। বর্তমানে মাঠে ফিরতে আর বাঁধা থাকছে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের।