পিএসএল ২০২০

লাহোর কালান্দার্সে তামিম, মুলতান সুলতান্সে মাহমুদউল্লাহ!

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 19:15 সোমবার, 02 নভেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ পর্বে খেলার প্রস্তাব পেয়েছেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদ। তবে প্রস্তাব পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তাদের এখনও সবুজ সংকেত দেয়া হয়নি। বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। 

নভেম্বরের ১৪ তারিখ পাকিস্তানেই গড়াবে পিএসএলের প্লে-অফ পর্ব। এরপরের দিন রয়েছে আরেকটি ম্যাচ। এছাড়া টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। প্লে-অফে যে ৪টি দল লড়বে এরা হল- মুলতান সুলতান্স, লাহোর কালান্দার্স, করাচি কিংস এবং পেশোয়ার জালমি।

তামিমের প্রস্তাব এসেছে লাহোরের পক্ষ থেকে। ক্রিস লিনের জায়গায় নেয়া হয়েছে তাকে। আর মঈন আলীর বদলি হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে রেখেছে মুলতান সুলতান্স। ইমরান তাহির, রাইলি রুশো, জেমস ভিন্সদেরকেও মুলতানের হয়ে খেলার আমন্ত্রণ দেয়া হয়েছে। এছাড়া ফাফ ডু প্লেসি-ড্যারেন সামিদেরও পাকিস্তান যাওয়ার কথা রয়েছে।

করোনাভাইরাসের কারণে গত মার্চে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারের আসর স্থগিত হয়ে যায়। শুরুতে বেশ কয়েকটি ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে আয়োজন করলেও প্লে অফ আর মাঠে গড়ানো সম্ভব হয়নি।

করোনাভাইরাসের থাবা বেশ ভালোমতোই পড়েছিল পাকিস্তানে। প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ শুরুর মুহূর্তেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএল শেষ করার ব্যাপারে আশাবাদী ছিল। কিন্তু পরিস্থিতি খারাপের দিকে গেলে প্লে অফে এসে আটকে যায় তারা। স্থগিত করতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ।

একই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে শেষ চার ম্যাচ আয়োজনের ভেন্যুতেও। টুর্নামেন্টের শেষ চার ম্যাচ হবে করাচিতে। মূলত লাহোরে খেলা হওয়ার কথা থাকলেও শীতকালে সেখানকার বায়ুদূষণের কারণেই এই পরিবর্তন এসেছে।