Connect with us

বিসিবি প্রেসিডেন্টস কাপ

হেসেখেলে চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বে হাসেনি লিটন দাসের ব্যাট। ৪ ম্যাচে করেছিলেন মাত্র ৪৩ রান। তবে রবিবারের ফাইনালে ডানহাতি এই ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতেই শিরোপা জিতলো মাহমুদউল্লাহ একাদশ। তাঁর ৬৯ বলে ৬৮ রানের ইনিংসের ওপর ভর করে ১২২ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহবাহিনী।

অথচ গেল বুধবার পর্যন্ত চ্যাম্পিয়ন দলটির ফাইনালে খেলা নিয়েও ছিল অনিশ্চয়তা। নাজমুল একাদশের বিপক্ষে তামিম একাদশের পরাজয়ই ফাইনালের টিকিট এনে দেয় মাহমুদউল্লাহদের। ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে তারা। মাঝে বৈরি আবহাওয়া এবং বৃষ্টির কারণে নিয়মিত অনুশীলন করতে পারেনি দু'দল। শনিবার দুপুরে শুধু অনুশীলন করে মাহমুদউল্লাহ'র দল।

রবিবার ফাইনালে টসে হেরে নাজমুল একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মাহমুদউল্লাহ একাদশ। ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের পেসার সুমন খানের আগুনে বোলিংয়ের সামনে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন নাজমুলবাহিনীর ব্যাটসম্যানরা। 

নিঃসঙ্গ লড়াই করে দলকে টেনে নিয়ে গেছেন ইরফান শুক্কুর। বাঁহাতি এই ব্যাটসম্যানের ৭৫ রানের অবদানে ১৭৩ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় নাজমুলবাহিনী। ৩৮ রান দিয়ে ৫ উইকেট নেন সুমন খান। রুবেল হোসেন নেন ২টি।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে মুমিনুল হককে হারালেও লিটন দাস এবং মাহমুদুল হাসান জয়ের ব্যাটে এগোতে থাকে মাহমুউল্লাহর দল। দুজনের ৪৮ রানের জুটিতে দলীয় অর্ধশত পার করে দলটি। ১৮ রানে নাসুম আহমেদের বলে লেগ বিফরের ফাঁদে পরেন তিনি।

দুই উইকেট পরলেও লিটনের ব্যাটে জয়ের লক্ষ্যে এগোতে থাকে মাহমুদউল্লাহরা। তাকে দারুণ সঙ্গ দেন ইমরুল কায়েস। এই জুটিতে দুজন যোগ করেন ৬৩ রান। লিটন তুলে নেন হাফ সেঞ্চুরি।তবে ৬৮ রানে নাসুমের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনিও।

এরপর ক্রিজে নেমে ঝড়ো ব্যাটিং তুলেন মাহমুদউল্লাহ। ইমরুলও প্রতিপক্ষের বোলারদের ওপর তান্ডব চালান। ৬ ছক্কার সাহায্যে তুলে নেন হাফ সেঞ্চুরি। ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। রিয়াদ অপরাজিত ছিলেন ২৩ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শান্ত একাদশ: ৪৭.১ ওভারে ১৭৩ ( সাইফ ৪, সৌম্য ৫, শান্ত ৩২, মুশফিক ১২, আফিফ ০, তৌহিদ ২৬, ইরফান ৭৫, নাঈম ৭,  নাসুম ৩, তাসকিন ১, আল আমিন ২*; রুবেল ৮-২-২৭-২, সুমন ১০-০-৩৮-৫, ইবাদত ৮.১-১-১৮-১, মিরাজ ৯-০-৩৯-১, বিপ্লব ৫-০-২১-০, মাহমুদউল্লাহ ৭-০-২৮-১)।

মাহমুদউল্লাহ একাদশ: ২৯.৪ ওভারে ১৭৭/৩ ( মুমিনুল ৪, জয় ১৮, লিটন ৬৮, ইমরুল ৫৩*, মাহমুদউল্লাহ ২৩*; নাসুম ১০-০-৪৮-২, আল আমিন ৬-১-৩২-১)  
 

সর্বশেষ

৩০ জুন, বৃহস্পতিবার, ২০২২

চার বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন মিরাজ

৩০ জুন, বৃহস্পতিবার, ২০২২

ঝড়ে ভেঙ্গে পড়েছে গল স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড

৩০ জুন, বৃহস্পতিবার, ২০২২

কোহলির কাছে সেঞ্চুরি নয়, দলে অবদান চান দ্রাবিড়

৩০ জুন, বৃহস্পতিবার, ২০২২

আবারও করোনা পজিটিভ রোহিত, নেতৃত্ব দেবেন বুমরাহ

৩০ জুন, বৃহস্পতিবার, ২০২২

ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন সাকিব

২৯ জুন, বুধবার, ২০২২

বাংলাদেশে টেস্ট সংস্কৃতি নেই, বলছেন পাপনও

২৯ জুন, বুধবার, ২০২২

ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের ভাবনা

২৯ জুন, বুধবার, ২০২২

স্পিনারদের দাপটে প্রথম দিন অস্ট্রেলিয়ার

২৯ জুন, বুধবার, ২০২২

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ব্রাভো-লুইস

২৯ জুন, বুধবার, ২০২২

৬ বছর পর সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে রাইলি রুশো

আর্কাইভ

বিজ্ঞাপন