আইপিএল ২০২০

পাঞ্জাবের 'ভিন্নধর্মী' বোলার বিষ্ণই

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 11:51 রবিবার, 25 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের শুরুতে যুব বিশ্বকাপের চলাকালীন বোলিংয়ে নিজের সক্ষমতার জানান দেন রবি বিষ্ণই। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত বোলিং করেন তিনি। 

সেই ম্যাচে ১০ ওভারে মাত্র ৩০ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন এই লেগ স্পিনার। একই সঙ্গে টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে ছিলেন তিনি। 

যুব বিশ্বকাপের এমন বাম্পার পারফরম্যান্সেই কপাল খুলে দেয় বিষ্ণই। ২ কোটি রুপিতে তাঁকে দলে ভেড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাব। আর দলের আস্থার প্রতিদান ভালোই দিচ্ছেন এই তরুণ ক্রিকেটার। 

টুর্নামেন্টটির চলতি আসরে এখন পর্যন্ত ১১ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন বিষ্ণই। উইকেট কম পেলেও মিতব্যয়ী বোলিং করে সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। কয়েকটি ম্যাচ ছাড়া বেশিরভাগ ম্যাচেই প্রতিপক্ষের রানের চাকায় বাঁধ দিতে সাহায্য করেছেন এই লেগ স্পিনার। তাই ২০ বছর বয়সী এই তরুণের ভূয়সী প্রশংসা করেছেন তারই পাঞ্জাব দলের সতীর্থ আরসদ্বীপ সিং। 

শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১২ রানে দিয়ে ১ উইকেট শিকার করেন বিষ্ণই। তাঁর এই পারফরম্যান্সের পর ম্যাচ শেষে বাঁহাতি পেসার আরসদ্বীপ বলেন, ‘রবি আমাদের জন্য সত্যিই দারুণ এক বোলার। তিনি বেশ ভাল বোলিং করছেন। মূল কথাটি হলো তার ওভারগুলো খুব সাশ্রয়ী। আর যখনই সুযোগ পান তখন তিনি আমাদের একটি বড় সাফল্য দেন।’

এবারের আসরে ১১ ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে বিষ্ণইদের পাঞ্জাব। যেখানে সর্বশেষ ৪ ম্যাচের চারটিতেই জিতেছে তারা। ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের পাঁচে রয়েছে দলটি। আরসদ্বীপ জানান, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নিয়ে এগোতে চান তারা। যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সুপার ওভারে জয় পাওয়ার সবার মাঝে আত্মবিশ্বাস বেড়েছে বলে ধারণা তাঁর। 

আরসদ্বীপ বলেন, ‘আমরা খুব বেশিদূর দেখছি না। আমরা এটিকে ম্যাচ বাই ম্যাচ হিসেবে নিচ্ছি। সুপার ওভারে জয়ের পর স্কোয়াডের সবার আত্মবিশ্বাস বেড়েছে। আমরা বিশ্বাস করি যে দলের জন্য প্রয়োজনীয় যে কোনও কিছুই আমরা করতে পারি। আমরা কেবল আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছি।’