বিপিএল

মিলস-অ্যাবেলদের আশ্রয়স্থল বিপিএল-এমজানসি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:23 শনিবার, 24 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

'আমি শুধুমাত্র অপেক্ষা করছি এবং ভালো সময়ের আশা করছি', কথাগুলো বলছিলেন ইংলিশ পেসার টাইমাল মিলস। তবে শুধু মিলসই নয়, এই মতামত আরো অনেক ক্রিকেটার যারা ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দিয়েই সারাবছর জীবিকা নির্বাহ করেন। 

করোনাকালে বন্ধ রয়েছে বিশ্বের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়া আর কোনো টুর্নামেন্টই এখন মাঠে গড়াচ্ছে না। কিন্তু আইপিএলের মতো জনপ্রিয় লিগে মিলসদের মতো উঠতি বিদেশি ক্রিকেটাররা খুব একটা সুযোগ পাননা। বরং বিশ্বের রথী মহারথীদের দলে ভেড়ানোর ক্ষেত্রেই বেশি আগ্রহী দেখা যায় ফ্র্যাঞ্চাইজি দলগুলো।

এক্ষেত্রে উঠতি এসকল ক্রিকেটারদের ভরসা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), এমজানসি সুপার লিগগুলোর মতো টুর্নামেন্টগুলো। কারণ আইপিএলে অনিয়মিত খেলোয়াড়রাই এই লিগগুলোতে মাঠ কাঁপান!

ঠিক যেমন ২০১৬ সালের বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলেছিলেন টাইমাল মিলস। সেবার বল হাতে চমকও দেখান তিনি। অথচ বিপিএল, এমজানসি স্থগিত হওয়ায় সেই মিলসই এখন অনেকটা 'বেকার' অবস্থায় দিন কাটাচ্ছেন। 

নিজের আক্ষেপটা তাই কিছুতেই লুকাতে পারেননি ইংলিশ এই ক্রিকেটার। হতাশা ভরা কণ্ঠে তিনি বলছিলেন, 'আপনি সারা শীত মৌসুম ক্রিকেট ছাড়া থাকতে পারবেন না যখন আপনার বয়স ২৮ এবং আপনি ভালো ছন্দে রয়েছেন। এটা মোটেই আদর্শ ব্যাপার নয়।' 

মিলসের চেয়ে অবশ্য বেশি আক্ষেপ করতে পারেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সমারসেটকে নেতৃত্ব দেয়া টম অ্যাবেল। বিপিএল ছাড়া এখন পর্যন্ত বড় কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে খেলার সৌভাগ্য হয়নি ইংল্যান্ডের এই ব্যাটিং অলরাউন্ডারের।

গত বছর বিপিএলে রংপুর রেঞ্জার্সের জার্সিতে খেলেন অ্যাবেল। করোনাকালে বিপিএল কিংবা এমজানসি স্থগিত হওয়ায় স্বাভাবিকভাবেই অ্যাবেলদের মতো খেলোয়াড়েরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যাপকভাবে।

এখানেই শেষ নয়, করোনা মহামারীর কারণে বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্রিকেটারদের পারিশ্রমিকও কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রেও ক্ষতির মুখে পড়বেন বড় বড় লিগগুলোতে অপাংতেয় থাকা খেলোয়াড়েরা। সুতরাং সবমিলিয়ে উভয় সংকটেই পড়তে হবে তাদের।