নারী ক্রিকেট

সালমা-জাহানারাদের নির্বাচক মঞ্জুরুল ইসলাম

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 23:57 রবিবার, 18 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সালমা-জাহানারাদের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন মঞ্জুরুল ইসলাম। আগামী মাস (নভেম্বর) থেকেই কাজ শুরু করবেন সাবেক এই বাঁহাতি পেসার। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। 

এক বছরের জন্য মঞ্জুরুল ইসলামকে এই দায়িত্ব দিয়েছে বিসিবি। বিসিবি নারী উইং চেয়ারম্যান শফিউল আলম নাদেল বলেন, 'মঞ্জুরুলকে নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তাঁর সঙ্গে এক বছরের চুক্তি, নভেম্বর থেকেই কাজ শুরু করবেন তিনি।' 

বাংলাদেশের হয়ে ১৭টি টেস্ট এবং ৩৪টি ওয়ানডে খেলেছেন মঞ্জুরুল। ২০০১ সালে টেস্ট অভিষেক হওয়া এই বাঁহাতি পেসার সর্বশেষ খেলেছিলেন ২০০৪ সালে। ১৯৯৯ সালে ওয়ানডে অভিষেক তার।

সবশেষ ওয়ানডেতে দেশের হয়ে মাঠে নেমেছিলেন ২০০৩ সালে। ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা আছে বাঁহাতি এই পেসারের। ৪ ম্যাচে ৩.৪৮ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছিলেন।

এর আগে নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন আতাহার আলী খান। ২০১৬ সালে এই দায়িত্ব পেলেও, ধারাভাষ্যে ব্যস্ত থাকার কারণে এই পদে তিনি বেশী সময় দেয়ার সুযোগ হয়নি তার। যে কারণে ২০১৮ সালে এই পদ থেকে সরিয়ে দেয়া হয় তাকে।

সেখান থেকে এই গুরুদায়িত্ব চলে যায় প্রধাণ কোচ অঞ্জু জেইনের কাঁধে। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে মার্চে অঞ্জুকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ায়নি বোর্ড। হেড কোচ, সহকারী কোচ, ট্রেনার, ফিজিও সবাই ছিলেন ভারতীয়।

করোনা বিরতি কাটিয়ে এ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল। জুলাইতে শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে মাঠে ফেরার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটি স্থগিত হয়ে যাওয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামা হয়নি সালমা-রুমানাদের।