আইপিএল ২০২০

যার কারণে দূরে ছিলেন, তাঁর অনুপ্রেরণাতেই ক্রিকেটে ফিরছেন!

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 13:50 বুধবার, 07 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

অসুস্থ বাবার পাশে থাকতে লম্বা সময় ক্রিকেট থেকে দূরে ছিলেন বেন স্টোকস। আবার এই বাবার চাওয়া এবং পরিবারের সবার প্রেরণাতেই মাঠে ফিরতে যাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

এ বছরের অগাস্টে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর বাবার অসুখের খবর শুনে নিউজিল্যান্ডে উড়ে যান স্টোকস। তার বাবা-মা থাকেন সেখানেই। যে কারণে অংশ নেননি পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে। 

ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এমনকি চলমান আইপিএলের শুরুর ৬ ম্যাচেও ইংলিশ এই অলরাউন্ডারকে পাচ্ছে না রাজস্থান। তবে সবকিছু ঠিক থাকলে ১১ অক্টোবর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবেন স্টোকস। 

প্রায় ৮ সপ্তাহ পর ক্রিকেটে ফেরার ব্যাপারে স্টোকস জানিয়েছেন, বাবার সমর্থন আছে বলেই ফিরতে যাচ্ছে তিনি। তিনি বলেন, ‘আমার বাবা আমার যে দায়িত্বগুলো নিয়েছিলেন সেসব ব্যাপারে তিনি বেশ তৎপর। তিনি আমাকে বলেছিলেন, আমি যে কাজটা করি সেটা করা আমার দায়িত্ব। যেমনটা পিতা ও স্বামী হিসেবে আমার দায়িত্ব আছে।’

দীর্ঘ সময় ধরে বাবার অসুস্থতা নিয়ে বেশ বাজে সময় পার করছেন স্টোকস ও তার পরিবার। এ ব্যাপারে তিনি বলেন, ‘ক্রাইস্টচার্চে বাবা-মা ও ভাইকে ছেড়ে আসা কঠিন ছিল। পরিবার হিসেবে আমরা বেশ কঠিন সময় পার করেছি। তবে এই সময়ে আমরা একে অপরকে যথাসাধ্য সমর্থন করার চেষ্টা করেছি।’

অসুস্থ বাবাকে ফেলে আসলেও বর্তমানে খেলার দিকেই মনোযোগ দিতে চান রাজস্থানের এই অলরাউন্ডার। স্টোকস আরও বলেন, ‘আমরা অনেক চিন্তাভাবনা ও দীর্ঘ আলোচনা শেষে এমন সিদ্ধান্তে পৌঁছেছি। যা আমাকে খেলায় ফোকাস করতে সহায়তা করবে।’