আইপিএল

স্যামসন তিন ফরম্যাটে না খেলায় অবাক ওয়ার্ন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:43 রবিবার, 27 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ কয়েকটি আসরে দারুণ খেলে নজর কেড়েছেন সঞ্জু স্যামসন। এই ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটিং প্রতিভায় দারুণ মুগ্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার এবং রাজস্থান রয়্যালসের মেন্টর শেন ওয়ার্ন।

স্যামসন কেন ভারতের হয়ে তিন ফরম্যাটে খেলছেন না সেটার জন্যই তিনি অবাক হয়েছেন তিনি। স্যামসন রাজস্থানের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩২ বলে ৭৪ রানের চোখধাঁধানো ইনিংস খেলেছেন। তার ব্যাট থেকে এসেছিল ৯টি ছক্কা।

স্যামসনের প্রশংসা করে ওয়ার্ন বলেন, 'সঞ্জু স্যামসন, কী দুর্দান্ত এক ক্রিকেটার! অনেক দিন থেকেই এটা বলে আসছি আমি। সম্ভবত দীর্ঘদিনের মধ্যে আমার দেখা সবচেয়ে রোমাঞ্চকর ক্রিকেটারদের একজন সে। আমি বিস্মিত যে ভারতের হয়ে তিন সংস্করণেই ওকে খেলতে দেখছি না।'

২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক স্যামসনের। সেই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২৪ বলে ১৯ রান। এরপর চলতি বছর শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে করেছেন যথাক্রমে ৬, ৮ ও ২ রান।

ওয়ার্নের বিশ্বাস, আগামীতে ভারতের হয়ে তিন ফরম্যাটেই মাতাবেন স্যামসন। এমনকি এবার রাজস্থান রয়্যালসের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখতে পারেন তিনি। এমনটাই ধারণা দলটির এই মেন্টরের।

ওয়ার্ন বলেন, 'সে এতটাই ভালো… সে সত্যিকারের চ্যাম্পিয়ন। সব শট আছে তার হাতে, দারুণ মানসম্পন্ন ও ক্লাস ব্যাটসম্যান। আশা করি, এই বছর সে ধারাবাহিক ভাবে ভালো করবে, রাজস্থান রয়্যালসকে আইপিএল ট্রফি জয়ে সহায়তা করবে এবং আশা করি, ভারতের হয়ে তিন সংস্করণেই খেলবে সে।'