বাংলাদেশ দলের ক্যাম্প

জাতীয় দলের কোচদের সঙ্গ পেয়ে উচ্ছ্বসিত রাব্বি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:40 শনিবার, 26 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে দলগত অনুশীলন শুরু করেছেন টাইগার ক্রিকেটাররা। এর আগে যদিও ব্যক্তিগতভাবে তারা অনুশীলন চালিয়েছেন।

সেখানে কোচ বা পরামর্শকের স্বল্পতা ছিল। এবার জাতীয় দলের কোচ-পরামর্শকদের পেয়ে দারুণ আনন্দিত ইয়াসির আলী চৌধুরী রাব্বি। নিজের দুর্বলতার জায়গাগুলো নিয়ে কোচদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে রাব্বি বলেন, 'চট্টগ্রামে এতদিন অনুশীলন করেছি কিন্তু একজন পরামর্শক ও কোচের অভাব ছিল। এখানে এসে ব্যাটিং করে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে কোচের সাথে কথা বলে। আমি কি কি জিনিস নিয়ে কাজ করতে চাই ওসব নিয়ে কথা বলেছি, অল্প কিছু কাজও করেছি।'

করোনার প্রকোপের মাঝেই চট্টগ্রামে ব্যক্তিগত অনুশীলন সেরেছেন রাব্বি। সেখানে কোনো পেসার ছিলেন না। এর ফলে সমস্যার সম্মুখীন হন তিনি। তবে নিয়মিত অনুশীলনের ফলে নিজের ব্যাটিংয়ে উন্নতির স্বাক্ষর দেখছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

রাব্বি বলেন, 'চট্টগ্রামে সমস্যা হয়েছিল আমার একদম কোনো পেস বোলার ছিলনা। এখানে এসে অনেক ভালো ভালো পেসারের মুখোমুখি হয়েছি অনেকদিন পর। একটু অন্য রকম লাগছিল কিন্তু যত সময় যাচ্ছিল ব্যাটিংও আল্লাহর রহমতে ভালো হচ্ছিল। খুব ভালো প্র্যাকটিস সেশন হয়েছে আমাদের।'