আইপিএল ২০২০

কোহলির ভুল ধরিয়ে দিলেন আগারকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:40 শনিবার, 26 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হারের পর ফের প্রশ্ন উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলপতি বিরাট কোহলিকে নিয়ে। সেই ম্যাচে নিজের ব্যাটিং, ফিল্ডিং থেকে শুরু করে অধিনায়ক হিসেবে ভূমিকা পালনের বিষয়েও প্রশ্নবিদ্ধ করা হয়েছে তাকে।

সাবেক ভারতীয় তারকা পেসার অজিত আগারকারের মতে বেশ কিছু ভুলের কারণে পাঞ্জাবের বিপক্ষে শোচনীয়ভাবে হারতে হয়েছে ব্যাঙ্গালোরকে। তিনি মনে করেন শেষ ওভারে শিভাম দুবেকে বল হাতে পাঠানো কোহলির উচিৎ হয়নি। সে সময় স্ট্রাইক বোলার পাঠানো দরকার ছিল বলে মন্তব্য করেন সাবেক এই পেসার।

সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন আগারগার।

সাবেক এই ক্রিকেটার বলেন, আমি বুঝতে পারছি দুবের বেশ কয়েকটি ভালো ওভার ছিল। তবে আপনি যখন শেষ ওভারে আসবেন, যখন একজন ব্যাটসম্যান সেট হয়ে ১০০+ রান করে, আপনি চাইবেন যে আপনার প্রধান বোলার এসে বোলিং করুক।'

'বিশেষ করে, শেষ ওভারে। কেননা টি-টোয়েন্টি ক্রিকেটে দু'জনের বোলিংয়ে বিশাল পার্থক্য তৈরী করে দিতে পারে।'

পাঞ্জাবের বিপক্ষে ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং ধ্বসে পড়ে আরসিবি। ধ্বস সামাল দিতে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন কোহলি। আর কোহলির ব্যাটিং পজিশন পরিবর্তন করাটাকেই হারের আর একটি কারণ হিসেবে চিহ্নিত করেছেন সাবেক এই ক্রিকেটার।

আগারকার বলেন, যদিও তারা রান তাড়া করতে পারেনি কারণ তারা অনেক উইকেট হারিয়েছিল। এটি অন্য জিনিস। বিরাট কোহলির কখনই ৩ নম্বরের পরে ব্যাটিং করা উচিত নয়। কারণ তাদের অ্যারন ফিঞ্চ ওপেন করছেন।'

'যেহেতু কোহলিকে ওপেন করা লাগছে না, তাই তিনি পরে নামবেন এমনটা কিন্তু নয়। তিনি যে ধরণের ব্যাটসম্যান তাতে ৩ নম্বরের পরে তিনি ব্যাট করতে পারবেন না।'

তিনি আরও বলেন, 'এমন খেলায় তিনি নিজের থেকেই দায়িত্ব নিয়ে মাঠে নামেন। এগিয়ে এসে খেলতে পছন্দ করেন। কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম দুটি উইকেট পরে যাবার পর তিনি মাঠে নেমেছেন দেখে। আসলে সিদ্ধান্ত নেয়াতে ভুল ছিল বেশ।'