আইপিএল ২০২০

১২ লাখ রুপি জরিমানার শিকার কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:24 শুক্রবার, 25 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্লো ওভার রেটের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলপতি বিরাট কোহলিকে জরিমানা করা হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে বোলিং শেষ করতে বিলম্ব হবার কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে ইনিংস শেষ করায় জরিমানার সন্মুখিন হতে হচ্ছে কোহলিকে।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষের সেই ম্যাচটির প্রথম ইনিংস শেষ করতে প্রায় দুই ঘন্টা লাগিয়েছিলেন কোহলি। আর এতেই আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হন কোহলি।

আইপিএলে এটিই প্রথম ম্যাচ নয় যেটি নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়েছিল। আর চলতি মৌসুমের অনেক ম্যাচই নির্ধারিত সময় অনেক বেশি লাগছে। দুবাইয়ের আবহাওয়া এর অন্যতম কারণ হিসেবে ধরা হলেও কতৃপক্ষ বিষয়টি দলগুলোর জন্য সহজ করে তুলছে না।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল কোহলি বাহিনীর। পাঞ্জাবের দেয়া ২০৭ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ ওভার বাকি থাকতেই ১০৯ রানে গুটিয়ে গিয়েছিল ব্যাঙ্গালোর।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ১০ রানের জয় দিয়ে আইপিএল মিশিন শুরু করেছিল ব্যাঙ্গালোর।