আইপিএল

আরব আমিরাতের গরমে রোহিতের অস্বস্তি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:11 বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স জয় পেয়েছে ৪৯ রানের বড় ব্যবধানে। এমন জয়ে বড় অবদান আছে অধিনায়ক রোহিত শর্মার। এই ওপেনার খেলেছেন ৫৪ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস।

গত ছয় মাস ধরেই খেলার মধ্যে ছিলেন না রোহিত। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। তবে কলকাতার বিপক্ষে ছন্দে ফিরে আনন্দিত রোহিত। যদিও আরব আমিরাতের গরমে অস্বস্তিতে ভুগছেন তিনি।

তিনি বলেন, 'এই গরমে এবং কন্ডিশনে আমি বলবো না যে স্বস্তিতে আছি। মরগান এবং রাসেলদের বিপক্ষে বল করা বড় চ্যালেঞ্জ কিন্তু আজ রাতে জয়ী হয়ে ফিরতে পেরেই আনন্দিত আমি।'

কলকাতার বিপক্ষে ম্যাচে ৬টি ছক্কা মেরে আইপিএলে চতুর্থ ক্রিকেটার হিসেবে ২০০ ছক্কার মাইলফলকে নাম লিখিয়েছেন রোহিত। এর মধ্যে বেশ কয়েকটি ছক্কাই ছিল পুল শটে। রোহিত জানিয়েছেন, এই শটের জন্য নিজেকে তৈরি করছিলেন তিনি।

রোহিতের ভাষ্য, 'আমি পুল শটের জন্য নিজেকে তৈরি করছিলাম এবং এজন্য আমি অনুশীলনও করেছি। আমার স্কোয়াডের পারফরম্যান্সের আমি আনন্দিত। আমার শটগুলোও দারুণ ছিল। এগুলোর মধ্যে একটা বেছে নেয়া কঠিন।'

কলকাতার বিপক্ষে নিজেদের পরিকল্পনা সফল করতে পেরেছে মুম্বাই। এটাই তাদের শক্তিশালী হতে সাহায্য করেছে, 'আমরা আমাদের পরিকল্পনা আজ বাস্তবায়ন করতে পেরেছি। আমরা ভালো জায়গায় ছিলাম এবং এটা আমাদের কঠোর হতে সাহায্য করেছে। উইকেট ভালো ছিল এবং যদিও কিছু শিশির পড়ছিল।'