আবাসিক ক্যাম্প

বাংলাদেশের ১১ ক্রিকেটার আইসোলেশনে

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:16 রবিবার, 20 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর) আবাসিক ক্যাম্পের জন্য ২৭ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিন পরেই দলের ১১ জন ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

আইসোলেশনে যাওয়া ক্রিকেটাররা হলেন, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, হাসান মাহমুদ, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

এই ক্রিকেটারদের মধ্যে এক জনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। আর বাকিদের আইসোলেশনে পাঠানো হয়েছে তার সংস্পর্শে আসার জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

২২ সেপ্টেম্বর পর্যন্ত তাদের আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছে বিসিবি। তাদের এখন বিসিবির একাডেমী ভবনে রাখা হয়েছে। এদিন বিকেলে তাদের ৫ জন ক্রিকেটারকে একাডেমীতে অনুশীলন করতে দেখা গেছে।

মোসাদ্দেক, এবাদত, শান্ত এবং মিঠুন রানিং অনুশীলন করলেও নাঈম বোলিং অনুশীলন করেছেন। এই ক্রিকেটারদের কোনো উপসর্গ না থাকায় অনুশীলনের সুযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।