বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

রবিবার থেকে জৈব সুরক্ষিত বলয়ে ঢুকতে প্রস্তুত বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:04 শনিবার, 19 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের ভবিষ্যৎ এখন পর্যন্ত ঝুলে থাকলেও থেমে নেই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তুতি। আর এই সফরকে কেন্দ্র করে রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে জৈব সুরক্ষিত বলয়ে প্রবেশ করতে প্রস্তুত রয়েছে বিসিবি।

শুক্রবার থেকে ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা শুরু হয়েছে। এই পরিক্ষায় উতরে গেলেই ক্রিকেটারদের আর কোনো বাঁধা থাকবে না বায়ো সুরক্ষিত পরিবেশে প্রবেশের জন্য। শুধুমাত্র কোভিড নেতিবাচক প্রমাণিত ক্রিকেটাররা যোগ দেবেন এই আবাসিক ক্যাম্পে।

আবাসিক ক্যাম্পটি হবে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের জন্য আগে থেকেই এটি নির্ধারিত ছিল।

লঙ্কা সফরকে সামনে রেখে সরকারি নির্দেশ অনুযায়ী ২৭ জনের স্কোয়াডে ইতোমধ্যে ১৮ জন ক্রিকেটারের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি নয় জনের করোনা পরীক্ষার পর দলের সঙ্গে যুক্ত হবার কথা রয়েছে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'হোটেলে প্রবেশ করা মাত্রই তারা জৈব সুরক্ষিত বলয়ে প্রবেশ করবে। সেখানে তাদের জন্য আলাদা ফ্লোর, জিম, রেস্টুরেন্টের ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের চলাচল হোটেল প্রাঙ্গনেই সীমাবদ্ধ রাখে হবে।'

'শুধুমাত্র নেতিবাচক প্রমাণিত হওয়া হোটেল কর্মীরা থাকবেন আমাদের সঙ্গে। তাদের বাহিরে যেতে দেয়া হবে না। এমনকি ড্রাইভারদের করোনা পরীক্ষা করানোর পর তাদের এক সপ্তাহের আইসলেশন কাটিয়ে যোগ দিতে পারবেন।'

চলতি মাসের ২৪ তারিখ লঙ্কা সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। অক্টোবরের ২৪ তারিখ মাঠে গড়ানোর কথা সিরিজের প্রথম টেস্টের।