আইপিএল

আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন উইলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:24 শনিবার, 05 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ডেভিড উইলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। 

যদিও আইপিএলের কোন ফ্র‍্যাঞ্চাইজি থেকে তিনি প্রস্তাব পেয়েছিলেন সেই বিষয়ে কিছু খোলাসা করেননি তিনি। টি-টোয়েন্টি ব্লাস্টের গ্রুপ পর্বের সূচির সঙ্গে আইপিএলের এবারের আসরের প্রথম দিকের কিছু ম্যাচের সাংঘর্ষিক সূচি রয়েছে।

টি-টোয়েন্টি ব্লাস্টের শেষ রাউন্ডের খেলা মাঠে গড়াবে আগামী ২০ সেপ্টেম্বর। আর আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে ১৯ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সীমিত ওভারের দল থেকে বাদ পড়া উইলি অবশ্য আশাবাদী টি-টোয়েন্টি ব্লাস্ট শেষে আইপিএলে যোগ দিতে পারবেন তিনি।

এই ইংলিশ অলরাউন্ডার বলেছেন, 'আমি একটি প্রস্তাব পেয়েছিলাম। সমস্যা হচ্ছে আইপিএলের সঙ্গে টি-টোয়েন্টি ব্লাস্টের সাংঘর্ষিক সূচি ছিল। তাই আমি বলে দিয়েছি ব্লাস্টের পর আমাকে পাওয়া যাবে।'

উইলি মনে করেন টি-টোয়েন্টি ব্লাসের পরেও যদি আইপিএলে খেলার সুযোগ আসে তবে সেটা দুর্দান্ত হবে। তিনি বলেন, 'আমি ব্লাস্টে ইয়র্কারশায়ারের নেতৃত্ব দিতে চাই এবং এরপর যদি কোনো সুযোগ আসে তবে দুর্দান্ত হবে। এখনও সেই সুযোগ আছে। আমি এটার জন্য অপেক্ষা করছি।'