মুশফিকের অনুশীলন

মুশফিকের জন্য বিকেএসপির দরজা খোলা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:45 মঙ্গলবার, 01 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আল হাসান কয়েকদিন পরেই শৈশবের পাঠস্থান বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন। ক্রিকেট পাড়ার গুঞ্জন, সাকিবের পাশাপাশি উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমেরও নাকি বিকেএসপিতে অনুশীলনের কথা রয়েছে। 

যদিও এই ব্যাপারে মুশফিকের তরফ থেকে নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি বিকেএসপি কর্তৃপক্ষকে। তার উপর আগামী বেশ কয়েকদিন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন অব্যাহত রাখবেন তিনি। সবমিলিয়ে বিকেএসপিতে আদৌ তিনি আসবেন কিনা সেই ব্যাপারে ধোঁয়াশা রয়ে যাচ্ছে। 

তবে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশিদুল হাসান জানিয়েছেন মুশফিকের জন্য সদা প্রস্তুত তাঁর প্রতিষ্ঠান। টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান চাইলে যেকোনো সময়েই বিকেএসপির মাঠে অনুশীলন কার্যক্রম শুরু করতে পারবেন।

ক্রিকফ্রেঞ্জিকে রাশিদুল হাসান বলেন, 'মুশফিকের বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। তবে ওর জন্য আমরা দরজা খোলা রেখেছি। সে যদি চায় তাহলে বিকেএসপিতে এসে অনুশীলন করতে পারবে। তাঁর পক্ষ থেকে ইতিবাচক কোনো কিছু পেলে আমরা ব্যবস্থা করবো। আপাতত বিষয়টি নিশ্চিত নয় পুরোপুরি।' 

দেশের ক্রিকেটের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এই প্রতিষ্ঠানেই হাতে খড়ি হয়েছে সাকিব এবং মুশফিকের। পুরনো সেই পীঠস্থানে আবারো কয়েকদিন পরে ফিরছেন সাকিব। তবে মুশফিকও তাঁর সঙ্গী হবেন কিনা সেটি জানার জন্য আরো অপেক্ষায় থাকতে হবে ক্রিকেটমোদীদের।