ঢাকা প্রিমিয়ার লিগ

একটি টাকাও দেয়নি ব্রাদার্স: তুষার ইমরান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:21 সোমবার, 17 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকা প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক দিক থেকে অনিশ্চয়তায় পড়েছেন জাতীয় দলের বাইরে থাকা অধিকাংশ ক্রিকেটাররা। তার উপর ক্লাবগুলো খেলোয়াড়দের পাওনা পারিশ্রমিক পরিশোধ না করায় আরো বেশি বিপাকে পড়েছেন অনেকে। এই তালিকায় রয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরানও। 

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মারকে চলতি বছরের ডিপিএলে দলে ভেড়ায় ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু এখন পর্যন্ত চুক্তির একটি টাকাও তুষার ইমরানকে দেয়নি ক্লাবটি। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে বলা হলেও গড়িমসি করছে তারা। তাই কঠিন এই পরিস্থিতিতে বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন তুষার।

দেশের শীর্ষ সারির বাংলা দৈনিক মানবজমিনকে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেছেন, ‘লিগ না হলে ক্রিকেটারদের যে বাজে অবস্থা হবে তা ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই খারাপ হবে। দেখেন দুই বা তিনটা ক্লাব লীগ মাত্র এক রাউন্ড হলেও ৫০ ভাগ পারিশ্রমিক পরিশোধ করেছে। কোনো কোনো ক্লাব দিয়েছে ২৫ থেকে ৪০ শতাংশ। একমাত্র ব্রাদার্স ইউনিয়ন আমাদের একটি টাকাও দেয়নি। বিসিবি বলার পরও তারা কোনো ক্রিকেটারের পাওনা পরিশোধ করেনি।'

করোনা পরিস্থিতি ভালো হলে পুনরায় ডিপিএল যেন শুরু করা হয়, বিসিবির কাছে এই আকুতি জানিয়েছেন তুষার। আর টুর্নামেন্টটি শেষ পর্যন্ত বাতিল করা হলে ক্রিকেটাররা যেন অন্তত ৫০ শতাংশ পারিশ্রমিক পান সেটিও দেখভাল করতে বোর্ডের প্রতি আবেদন করেন তিনি।  

তুষার বলেন, 'আমার কথা হচ্ছে আমিও মানি যে এই মুহূর্তে ১২ দলকে এক হোটেলে রেখে আইসোলেশন করে লীগ করা বেশ কঠিন। তাই আমার দাবি দু’টি- যদি পরিস্থিতি ভালো হয় তাহলে সবার আগে যেন ঢাকা লীগ ফের শুরু করে। আরেকটা দাবি শেষ পর্যন্ত লীগ না হলে যেন আমাদের অন্তত ৫০ ভাগ টাকা পরিশোধ করা হয়। যদি ক্লাব না পারে তাহলে যেন বিসিবি সেই দায়িত্ব নেয়। যদি বিসিবি আমাদের দেয় আমরা সেটি পরে টাকা পেলে পরিশোধ করে দিবো। আমরা বিসিবির কাছে ধার হিসেবে টাকা চাইছি।'