ক্রিকেটারদের অনুশীলন

নিজেকে প্রস্তুত রাখছেন নাহিদা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:30 সোমবার, 10 আগস্ট, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

করোনাভাইরাসের সংক্রমণের ফলে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সোমবার (১০ আগস্ট) থেকে বেশ কয়েকজন নারী ক্রিকেটার অনুশীলনে ফিরেছেন।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন নারী দলের অলরাউন্ডার নাহিদা আকতার। অনুশীলন শেষে তিনি জানিয়েছেন, খেলা কবে শুরু করতে পারবেন না জানলেও নিজেকে তৈরি রাখছেন তিনি।

এ প্রসঙ্গে নাহিদা বলেন, 'কিছুদিন আগে আমরা স্পোর্টস সাইকোলোজির কিছু সেশন করেছি। ওইখান থেকে শিখতে পেরেছি যে কিভাবে আমরা মানসিকভাবে শক্ত থাকব এই সময়ে। কিভাবে নিজেকে প্রস্তুত রাখব। আমরা তো জানিনা কবে নাগাদ পরিস্থিতি ঠিক হবে। কিভাবে নিজেকে প্রস্তুত রাখা যায় ওই সেশনে অনেক কিছু শিখতে পেরেছি।'

এর আগে বাসায় বন্দি থাকলেও নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন নারী ক্রিকেটাররা। তাদের জন্য বিসিবির ট্রেনাররা বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন। সেই অনুযায়ী প্রত্যেকে অনুশীলন করেছেন। এবার মাঠে বোলিংয়ের সুযোগ পেয়ে আনন্দিত নাহিদা।

তিনি বলেন, 'বাসায় আমরা কিছু ফ্রি হ্যান্ডের কাজ করেছি, বিসিবি বা ট্রেইনার যেগুলো দিয়েছিল। এখন অনেক দিন পর ৫ মাস পর মাঠে বোলিং করতে পেরেছি। একটু কষ্ট হয়েছে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে যদি ধারাবাহিক ভাবে করে পারি।  আপনারা জানেন এই পরিস্থিতি পুরো বিশ্বে ছড়িয়ে পরেছে, যেহেতু আমরা খেলোয়াড় আমাদের এটা মানতে হবে।'