অদ্ভুত কারণে সিপিএল খেলা হচ্ছে না অ্যালেনের!

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
জ্যামাইকা থেকে বার্বাডোজে যাওয়ার বিমান ধরতে না পারায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরুর আগেই আসর থেকে ছিটকে গেলেন ফ্যাবিয়ান অ্যালেন!
আগামি ১৮ আগস্ট শুরু হবে সিপিএল, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দুটি স্টেডিয়ামে দর্শকশুন্য পরিবেশে আয়োজন করা হবে এবারের সিপিএল।
যথা সময়ে কোয়ারেন্টিন শুরু হবে ক্রিকেটার, স্টাফ, ম্যাচ অফিসিয়ালদের- তাই ত্রিনিদাদে পৌঁছানোর শেষ সময়সীমা ছিল আসর শুরুর দুই সপ্তাহ আগে।

কেননা জমজমাট এই আসরটি শুরুর আগে আরও দুইবার করোনা পরীক্ষা করানো হবে ক্রিকেটারসহ সংশ্লিষ্টদের। কিন্তু ভাগ্য খারাপ অ্যালেনের!
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে মাঠে নামতে গত সোমবার অভ্যন্তরীণ ফ্লাইটে বার্বাডোজে পৌঁছার কথা ছিল ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের।
এরপর চাটার্ড ফ্লাইটে ত্রিনিদাদে পৌঁছানোর কথা ছিল তাঁর। জ্যামাইকা বিমানবন্দরে পৌঁছাতেই দেরি করে ফেলেছিলেন অ্যালেন। বার্বাডোজের বিমানও মিস করেন তিনি।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে অ্যালেনের এজেন্ট জানিয়েছেন, ফ্লাইট সূচিই নাকি ঠিকমতো বোঝেননি অ্যালেন!
তিনি বলেন, 'ফ্লাইটের সূচি পুরোপুরি বুঝতে সমস্যা হওয়ায় সে ফ্লাইট মিস করেছে যা অবশ্যই দুঃখজনক। আমরা যা কিছু করা সম্ভব সবকিছু করে দেখেছি। কোভিড-১৯ মহামারী এবং ত্রিনিদাদে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সোমবারের চাটার্ড ফ্লাইটেই কেবল সেখানে যেতে পারত সে।'
এদিকে সিপিএলের সবশেষ দুই আসরে ১৮১.১৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন অ্যালেন। তাঁকে না পাওয়াটা নিঃসন্দেহে সেন্ট কিটসের জন্য বড় ধাক্কা।