ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

'বর্ণবাদ' মুক্ত ইংল্যান্ড সফরের প্রশংসায় ওয়ালশ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 21:05 বুধবার, 29 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সদ্য সমাপ্ত ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' সম্বলিত জার্সি গায়ে খেলতে নেমেছিলেন দুই দলের ক্রিকেটাররা। বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ নেয়া হয়। 

দুই দেশের সমঝোতায় নেয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তী পেসার কোর্টনি ওয়ালশ। তাঁর দেশ ইংল্যান্ডের কাছে ২-১ এ সিরিজ হারলেও এই সফর থেকে বেশ কিছু ভালো বিষয় তুলে ধরেছেন তিনি। 

বিশেষ করে বর্ণবাদের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছে দুই দেশ এতে অনেকটাই অভিভূত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই বোলিং কোচ। ওয়ালশ বলেছেন, 'দেখুন বেশ কিছু ভালো ব্যাপার ঘটেছে ইংল্যান্ডের মাটিতে। দুই দলই বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।' 

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কতিপয় শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে নিহত হন জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ নাগরিক। এরপরেই রীতিমত ফুঁসে ওঠে গোটা বিশ্ব। এর আঁচ লাগে ক্রিকেট অঙ্গনেও।

তারই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামির মতো তারকা ক্রিকেটাররা। ইংল্যান্ডের ক্যারিবিয়ান বংশোদ্ভূত পেসার জফরা আর্চারও শুনিয়েছেন তাঁর ক্রিকেটীয় ক্যারিয়ারের বর্ণবাদের ঘটনা।