পাকিস্তান ক্রিকেট

শাস্তি কমলেও সন্তুষ্ট নন উমর আকমল

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:11 বুধবার, 29 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

তিন বছর নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে দেড় বছরে নামিয়ে আনা হলেও সন্তুষ্ট হতে পারছেন না উমর আকমল। পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটসম্যান জানিয়েছেন শাস্তি আরো কমানোর ব্যাপারে আবেদন করবেন তিনি। 

আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে ৩০ বছর বয়সী উমরকে তিন বছর নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর এক মাসের মাথায় শাস্তির বিরুদ্ধে আপিল করেন তিনি। সেই আপিলের রায়ে শাস্তি কমানো হয় তাঁর। 

এরপরও এই শাস্তি বেশি হয়ে গেছে বলে মনে করছেন উমর। মামলার শুনানির পর তিনি বলেন, 'আমার আইনজীবির কথা ভালোভাবে শোনায় বিচারককে ধন্যবাদ জানাই। বাকি শাস্তির মেয়াদ আরও কমানোর চেস্টা করব। খেলোয়াড়েরা এর আগে ভুল করে কী শাস্তি পেয়েছে, আর আমি কী পেয়েছি। আপাতত সবাইকে ধন্যবাদ।'

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে দুর্নীতির প্রস্তাব পেয়েও তা গোপন করায় উমর আকমলকে নিষিদ্ধ করে পিসিবি। মূলত বোর্ডের ২.৪.৪ ধারা ভঙ্গ করায় এত বড় শাস্তি পান ডানহাতি এই ব্যাটসম্যান।

পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট এবং ১২১টি ওয়ানডে খেলেছেন উমর আকমল। টেস্টে ৩৫.৮২ গড়ে এক হাজার তিন রান সংগ্রহ করেন তিনি। যেখানে একটি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। অপরদিকে ওয়ানডেতে ৩৪.৩৪ গড়ে তাঁর সংগ্রহ ৩ হাজার ১৯৪ রান। রয়েছে ২টি সেঞ্চুরি এবং ২০টি হাফ সেঞ্চুরি।

এছাড়া ৮৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে উমর রান করেছেন ২৬ গড়ে এক হাজার ৬৯০। এই ফরম্যাটে ৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন বহুল আলোচিত উমর।