ভারতীয় ক্রিকেট

করোনা দিনমজুর বানাল ভারতীয় ক্রিকেটারকে

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:48 বুধবার, 29 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসের কালো থাবা পড়েছে ক্রিকেট অঙ্গনেও। যার সবচেয়ে বড় উদাহরণ ভারতের হুইলচেয়ার দলের সাবেক অধিনায়ক রাজেন্দ্র সিং ধামি। জীবিকা নির্বাহের জন্য বর্তমানে দিনমজুরের কাজ করছেন তিনি! 

উত্তরখন্ডের পিথোরাগড় জেলায় বাস করা ধামির শরীরের ৯০ শতাংশই প্যারালাইসিসের কারণে কাজ করে না। ক্রিকেট খেলা বন্ধ থাকায় পেট চালানোই দায় হয়ে পড়েছে তাঁর। সেকারণে স্থানীয় একটি উন্নয়ন প্রকল্পে পাথর ভাঙার কাজ করছেন ধামি।

সংবাদমাধ্যম আইএনএসকে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেছেন এই ক্রিকেটার। করোনাভাইরাসের কারণে লকডাউন শুরু হওয়ার সময় থেকেই সংগ্রাম করে আসছেন বলে জানিয়েছেন ধামি। 

তিনি বলেন, ‘মার্চে কোভিড-১৯ লকাডাউন কার্যকর হওয়ার পর আমি রুদ্রপুরে অনুশীলন করছিলাম। এরপর নিজ গ্রাম রায়কোটে ফিরে আসি। ভেবেছিলাম লকডাউনটা অল্প কদিনের জন্য। কিন্তু এটা দীর্ঘ হয়। তখন থেকেই আমার পরিবারে সমস্যার সূত্রপাত।'

ধামি ছাড়াও পরিবারে উপার্জনকারী ব্যক্তি বলতে ছিলেন তাঁর ভাই এবং ষাটোর্ধ্ব বয়সী দিনমজুর বাবা। কিন্তু করোনাভাইরাসের কারণে সব বন্ধ থাকায় তাঁরাও এখন কর্মহীন। শেষমেশ বাধ্য হয়েই পাথর ভাঙার কাজ শুরু করেছেন এই ক্রিকেটার। 

ধামি বলেন, 'আমার এক ভাই একটি হোটেলে কাজ করতো। লকডাউনের কারণে তাকেও বাড়িতে ফিরে আসতে হয়। আমার ষাটোর্ধ্ব বয়সী বাবার পক্ষে দিনমজুরের কাজ করা সম্ভব নয়। এ কারণেই আমি কাজটা নিয়েছি।’

উদ্ভূত পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া ধামি সরকারের কাছে সহায়তাও চেয়েছেন। যোগ্যতা অনুযায়ী একটি চাকরি প্রত্যাশা করছেন তিনি। সরকারের কাছে অনুরোধ জানিয়ে ধামি বলেন, ‘একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। করোনার কারণে সেটি স্থগিত হয়ে গেছে। আমি সরকারের কাছে আর্জি জানাচ্ছি আমার যোগ্যতা অনুসারে একটা চাকরির ব্যবস্থা করে দিতে।’