বাংলাদেশ ক্রিকেট

ফিটনেস দেখে চমকে গেছেন রুমানা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:19 বুধবার, 29 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটাররাও মাঠে অনুশীলন শুরু করেছেন। তবে দীর্ঘ দিন পর অনুশীলনে নেমে বেশ সংগ্রাম করতে হয়েছে তাঁদের।  

নারী ক্রিকেট দলের স্পিন বোলিং অলরাউন্ডার রুমানা আহমেদও হাঁপিয়ে উঠেছেন কিছুক্ষণ অনুশীলন করে। বাসায় বসে যে শরীরে অনেকটাই ঘুন ধরে গেছে সেটিও ভালোমতো বুঝতে পেরেছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। নিজের ফিটনেস দেখে নাকি নিজেই চমকে গেছে রুমানা। 

এই প্রসঙ্গে মঙ্গলবার (২৮ জুলাই) রুমানা বলেন, ‘অনেকদিন পরে মাঠে অনুশীলন করছি এই অনুভূতিটাই অন্যরকম। করে খুব ভালো লেগেছে। কিন্তু খারাপও লেগেছে নিজের ফিটনেসটা দেখে। আমি চমকে উঠেছি। কেননা ঘরে থাকতে থাকতে অনেক ফিটনেস লেভেল অনেক ডাউন হয়ে গেছে।'

মাঠে কিছুক্ষণ দৌড়ানোর পরেই নাজুক ফিটনেসের বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন রুমানা। সেটি নিজেই স্বীকার করলেন তিনি। রুমানার ভাষ্যমতে, 'মাঠে দুই-তিন চক্কর দেওয়ার পরে কেমন যেন ক্লান্ত লাগছিল। এতদিন ঘরে বসে থাকার পরে মাঠে দৌড়ানো সহজ নয়।’

দীর্ঘ সময় খেলার বাইরে থাকায় পুরনো ফিটনেস ফিরে পেতে অনেক সময় লাগবে বলেও মনে করছেন রুমানা। তাঁর মতে বোলিং এবং ব্যাটিং নিয়ে কাজ করার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। সেকারণে শুধু রানিংয়েই ফিটনেস কার্যক্রম সীমাবদ্ধ রাকছেন তিনি।

রুমানার ভাষায়, নিজেকে ফিরে পেতে সময় লাগবে। ঘরে বসে ফিটনেস নিয়ে কাজ করা ও বাইরে ফিটনেস নিয়ে কাজ করার মধ্যে অনেক পার্থক্য। ঘরে বসে ফিটনেস নিয়ে কাজ করলে হয়ত চর্বি কাটে কিন্তু মাঠে রানিং করলে ফিটনেসের স্থায়িত্ব আসে। ভেবেছিলাম বোলিং, ব্যাটিং নিয়ে কাজ করব, কিন্তু ফিটনেস দেখে মনে হচ্ছে আরো পরে শুরু করতে হবে। ঈদের পরে হয়ত। ’