করোনা পরবর্তী ক্রিকেট

দর্শকশূন্যতা কাটালো ইংল্যান্ডের মাঠ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:21 রবিবার, 26 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রকোপে পরিবর্তনের ছোঁয়া লেগেছে বিশ্বে। পরিবর্তনের হাওয়া লেগেছে ক্রিকেটাঙ্গনেও। বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা, বায়ো সিকিউরিটি নিশ্চিত করা, সফরে গেলে সফরকারী দলের ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করা, খেলা দর্শকশূণ্য স্টেডিয়ামে অনুষ্ঠিত করা সহ বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। বাকি সব নিয়মগুলো মানা গেলেও দর্শকশূণ্য স্টেডিয়ামে ক্রিকেটটা মানাটা কষ্টকর।

করোনার প্রাদুর্ভাব শুরু হবার পর থেকেই দর্শকশূণয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট ম্যাচ। লম্বা সময় বন্ধ থাকার পর সিরিজ শুরু হলেও অনুমতি মেলেনি দর্শকদের মাঠে প্রবেশের।

ফলে সবাই একটা অপেক্ষাতেই ছিলেন। কবে মাঠে বসে সরাসরি ক্রিকেট দেখতে পারবেন দর্শকেরা। তবে সেই অপেক্ষার ঘটেছে অবসান। দর্শক ফিরেছে ক্রিকেটের মাঠে। তাও সেটি ইংল্যান্ডের কাউন্টির ম্যাচে।

ইংল্যান্ডের কাউন্টির দুই দল সারে এবং মিডলসেক্সের মধ্যকার ম্যাচটি করোনাকালীন ক্রিকেটের প্রথম ম্যাচ যেটিতে ছিল দর্শকদের উপস্থিতি। মোট এক হাজার দর্শক দুই দলের মধ্যকার ক্রিকেট ম্যাচটি উপভোগ করেন।

দুই দলের এই প্রীতি ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ঢোকার আগে প্রত্যেককে স্যানিটাইজার দ্বারা হাত পরিষ্কার করতে হয়েছে। এছাড়া গ্যালারিতে সবাই দুরত্ব বজায় রেখেই খেলা উপভোগ করেছেন।