ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

হোল্ডারের চোখে বিশাল হৃদয়ের ক্রিকেটার গ্যাব্রিয়েল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:06 সোমবার, 13 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

চোট কাটিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেই ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক শ্যানন গ্যাব্রিয়েল। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরাও। কিন্তু এই পেসার যে শুরুতে উইন্ডিজ স্কোয়াডেই ছিলেন না। নাটকীয়ভাবে ফিটনেসে উন্নতি হওয়ায় পরবর্তীতে জায়গা পেয়ে যান দলে। 

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সাউথ্যাম্পটনে রোববার ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে সফরকারীদের সিরিজে এগিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন গ্যাব্রিয়েল। 

গোড়ালিতে অস্ত্রোপচারের আগে গ্যাব্রিয়েল সর্বশেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন গেল বছরের সেপ্টেম্বরে। এরপর লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। এতো দিন পর মাঠে ফেরা এই পেসারের এই পারফরম্যান্স মোটেও বিস্ময়কর নয় জেসন হোল্ডারের কাছে।

ম্যাচ শেষে উইন্ডিজ দলপতি জানান, চোটের সঙ্গে লড়াই জয়ের পর মাঠের সাফল্যের জন্য মুখিয়ে ছিলেন গ্যাব্রিয়েল। তিনি বলেন, 'শ্যানন এই ম্যাচে যা করেছে, মোটেও বিস্ময়কর নয়। সে এমন একজন, যে কখনোই হাল ছাড়ে না। বিশাল হৃদয়ের এক ক্রিকেটার সে। অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে। এই সাফল্য পেতে সে মরিয়া ছিল। সাম্প্রতিক সময়ে শরীর তার কথা শোনেনি। কিন্তু সে ফিট হয়ে উঠেছে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে গতিময় ও ভালো বোলিং করছে, এটা দেখা দারুণ ব্যাপার।'

এই সাফল্যের পুরোটাই গ্যাব্রিয়েলের প্রাপ্য বলে মনে করছেন হোল্ডার। তিনি আরও বলেন, 'এই সাফল্যের সবটুকু তার প্রাপ্য। শ্যাননের জন্য সত্যিই আমি খুবই খুশি। আমি জানি, কতকিছুর ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে। তার পুনবার্সনের সময় আমাদের নিয়মিত যোগাযোগ ছিল। মাঝেমধ্যে সে একটু হতাশ হয়ে উঠছিল যে প্রত্যাশিত উন্নতি হচ্ছে না। কিন্তু লড়াই চালিয়ে গেছে। আমরা সবাই জানি, শ্যানন ফিট থাকলে কতটা কার্যকর। এই ম্যাচেও সেই প্রমাণ সে দিয়েছে।'

টেস্টে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ ছিল গ্যাব্রিয়েলের জন্য বড় পরীক্ষা। সেখানে নিজেকে ফিট প্রমাণ করতে পারলেই টিকিট পেতেন মূল স্কোয়াডের। গাব্রিয়েল সেটা অনায়েসে করে দেখিয়েছেন। 

প্রস্তুতি ম্যাচগুলোর ৩ ইনিংসে বোলিং করার সুযোগ পেয়েছিলেন গ্যাব্রিয়েল। যেখানে ১২২ রান খরচায় ৮ উইকেট শিকার করেছেন দেশের হয়ে ৪৬টি টেস্ট খেলা এই পেসার। ২০১২ সালে ইংল্যান্ড সফরেই দেশের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। এখন পর্যন্ত ১৪২টি উইকেট নিয়েছেন তিনি।