করোনা পরিস্থিতি

চলতি মাসেই মাঠে নামছেন তামিম-মুশফিকরা!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:24 সোমবার, 06 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রকোপে মার্চ থেকেই বন্ধ দেশের সকল প্রকার ক্রিকেটীয় ইভেন্ট। সাধারণ ছুটি কাটিয়ে সীমিত পরিসরে ইতোমধ্যেই শুরু হয়েছে দেশের স্বাভাবিক কার্যব্যবস্থা। আন্তর্জাতিক অঙ্গনে শুরুও হতে যাচ্ছে ক্রিকেট।

এমতাবস্থায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দেশের ক্রিকেটের ফেরা নিয়ে। এতদিন ফেরাটা অনিশ্চিত থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে মুখ খুলল মাঠে ফেরা নিয়ে। জানালো খুব শীঘ্রই মাঠে ফিরতে যাচ্ছেন ক্রিকেটাররা।

করোনা পরিস্থিতি বিবেচনায় অবশেষে ক্রিকেট মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ক্রিকেটারদের অনুশীলন। শুরুতে কিছুটা সইওংক্ষিপ্ত পরিসরে হলেও ঈদুল আযহার পর পুরোদমে চলবে অনুশীলন। গেল চারদিনের দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় এমনটাই আশা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এক সংস্থাটি।

সম্প্রতি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।  

আকরাম খান বলেন, ‘করোনা পরিস্থিতি একটু ভালো হলেই আমরা ক্রিকেট ফিরিয়ে আনবো। আমরা আরও দশ পনেরো দিন দেখব। দেখেই ঈদের আগে হয়তো কিছুদিন অনুশীলন করে ঈদের পরে জোরেশোরে নেমে পড়ব।'

এর আগে গেল সপ্তাহে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছিল করোনা পরবর্তী সময়ে ক্রিকেট মাঠে ফেরাতে দেশের আটটি ভেন্যু প্রস্তুত রয়েছে। কিন্তু দেশের চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় সহসাই ক্রিকেটের ফেরাটা অনিশ্চিত হয়ে ছিল।

কিন্তু গত চার দিন হল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমে আসায় খেলা ক্রিকেটারদের মাঠে ফেরানোর কথা ফের ভাবতে শুরু করেছে বিসিবি। আগামি ১০ থেকে ১৫ দিন এভাবে গেলে চলতি মাসেই অনুশীলনে নামবেন তামিম-মুশফিকরা, আশা বিসিবির।