ভারতীয় ক্রিকেট

কোহলির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:01 রবিবার, 05 জুলাই, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

স্বার্থের সংঘাতের অভিযোগে অভিযুক্ত হতে হয়েছিল সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়দের। এবার ভারতের অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে।

একই সময়ে একাধিক লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে কোহলিকে।

কোহলির বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। বিসিসিআইয়ের এথিকস অফিসার তথা অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈনের কাছে একটি চিঠি লিখেছেন সঞ্জীব।

এর আগে এই সঞ্জীবই শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণের মতো তারকাদের বিরুদ্ধেও এই অভিযোগ এনেছিলেন। তার করা অভিযোগের ভিত্তিতে শচিন, সৌরভদের বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টামণ্ডলীর পদ ছাড়তে হয়।

পরবর্তীতে অবশ্য তারা নির্দোষ প্রমাণিত হন। সঞ্জয় অভিযোগ করেছেন কোহলি বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও একাধিক ক্রীড়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। যা লোধা কমিটি এবং সুপ্রিম কোর্টের সুপারিশ বিরোধী।

অভিযোগে সঞ্জয় লিখেছেন, ‘বিরাট কোহলি একই সঙ্গে দুটি পোস্ট অধিকার করে রেখেছেন। যা বিসিসআইয়ের রুল ৩৮ (৪) এর সম্পূর্ণ বিপরীত। এই রুলটি অনুমোদন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।’

যদিও এই অভিযোগ আমলে নিচ্ছে না বিসিসিআই। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, 'কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভারতীয় বোর্ডকে ভিন্ন পথে নেয়ার চেষ্টা করছে। যারা দেশের সেবা করছেন, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে। যেভাবে এই চিঠিগুলি লেখা হচ্ছে তাতেই স্পষ্ট, এর পিছনে নির্দিষ্ট উদ্দেশ্য আছে।'