বাংলাদেশ ক্রিকেট

বিপিএল-পিএসএলে পার্থক্য দেখছেন না আকিব জাভেদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:33 বৃহস্পতিবার, 25 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২০১২ সালে যাত্রা শুরু করে টুর্নামেন্টটি। অপরদিকে ঠিক চার বছর পর ২০১৬ সালে যাত্রা শুরু হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। পথচলা আগে পরে শুরু হলেও দুটি টুর্নামেন্টকে সমমানের মনে করেন পাকিস্তানের সাবেক পেসার ও বিশ্বকাপজয়ী তারকা আকিব জাভেদ।

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে জাভেদ এমনটাই মন্তব্য করেন।

জাভেদের মতে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এগিয়েছে দুটো টুর্নামেন্টই। সেই সঙ্গে তিনি মনে করেন ভারতের আইপিএলকে অনুসরণ করে বাংলাদেশ তাদের ঘরোয়া ক্রিকেটের যথাযথ সম্ভাবনা কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে আইপিএলকে অনুসরণ না করার পরামর্শ দেন এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

এ প্রসঙ্গে জাভেদ দলেন, 'পিএসএল আর বিপিএল একই মানের প্রতিযোগিতা। আমি মনে করি এসব টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আইপিএলের অন্ধ অনুকরণ থেকে বেরিয়ে আসা উচিত। ভারত অনেক বড় দেশ, অর্থের প্রতিপত্তি তাদের অনেক বেশি। তারা আইপিএলে বিনোদনের অনেক উপদানই ব্যবহার করে, যেটি বাংলাদেশের বাস্তবতায় সম্ভব নয়।'

'আমি মনে করি বিপিএল বা এ ধরনের টুর্নামেন্টের মূল লক্ষ্যই হওয়া উচিত সম্ভাবনাময় প্রতিভা খুঁজে বের করা। এসব টুর্নামেন্টে আমার আগ্রহ এই জায়গাতেই। তবে একটা বিষয় বলি, বাংলাদেশ কিন্তু এখনো তাদের ঘরোয়া টুর্নামেন্টগুলোর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারেনি।'