আইপিএল

বিশ্বকাপ না হলে আইপিএল খেলতে চান ওয়ার্নার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:06 রবিবার, 21 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)- দুটোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। করোনার বাধা বিপত্তি শেষে দুটি মেগা ইভেন্ট কবে হবে সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত হীনতায় ভুগছে আয়োজকরা। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হলে সেই সময়েই অনুষ্ঠিত হতে পারে আইপিএল, এই ব্যাপারে জোরালো গুঞ্জন চলছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। এ নিয়ে সাম্প্রতিক সময়ে মন্তব্য করেছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টি বিশ্বকাপ যথাসময়ে না হলে সেই সময়ে আইপিএল খেলতে চান তিনি।

অস্ট্রেলিয়ান এই ওপেনার বলেন, ‘বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার ব্যাপারে অনেক কথা শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে ১৬ দলকে একসঙ্গে এনে সব ব্যবস্থা করা বা কোয়ারেন্টিনের ব্যবস্থা করা বেশ কষ্টসাধ্য।

তাছাড়া অস্ট্রেলিয়া সরকারও এই অবস্থায় অনেক কিছুতে বিধিনিষেধ আরোপ করেছে। আমাদের সেই সিদ্ধান্ত এবং আইসিসির সিদ্ধান্তগুলোও মেনে চলতে হচ্ছে। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যায়, তাহলে আমি নিশ্চিত আমরা আইপিএল খেলতে যেতে পারব।’

যদিও এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতির অপেক্ষা করতে হবে ওয়ার্নারদের। অবশ্য সবকিছুর আগে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে হবে আইপিএল।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জেতা ওয়ার্নার আরও বলেন, ‘বিশ্বকাপ না হলে তখন আইপিএল খেলার ব্যাপারে আমার মনোভাব ইতিবাচক। আমি খেলতে চাই। যদি ক্রিকেট অস্ট্রেলিয়া অনুমতি দেয় আমি অবশ্যই খেলতে যাব।

দিনশেষে, ক্রিকেট খেলাই আমার ভালোবাসা। আইপিএলে চুক্তিবদ্ধ সব ক্রিকেটার চায় টুর্নামেন্টটি আয়োজিত হোক।’

এই বছরের মার্চের শেষদিকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। যদিও করোনা বাধায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি আসরটি।